ISL 2021-22: ওড়িশা চ্যালেঞ্জের আগে ফেরান্দোর মাথায় ডার্বি

১৫ দিন পর মাঠে নামছে এটিকে মোহনবাগান। অন্যান্য দলগুলোর চেয়ে কম ম্যাচ খেলেছে সবুজ- মেরুন। ওড়িশার বিরুদ্ধে জিতে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের উপরে ওঠাই লক্ষ্য বাগান শিবিরের। একই সঙ্গে বড় ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান রয় কৃষ্ণা, প্রীতম কোটালরা।

ISL 2021-22: ওড়িশা চ্যালেঞ্জের আগে ফেরান্দোর মাথায় ডার্বি
ISL 2021-22: ওড়িশা চ্যালেঞ্জের আগে ফেরান্দোর মাথায় ডার্বি (PIC Courtesy -- Twitter)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2022 | 11:00 AM

ফতোরদা: সামনে ওড়িশা, তবু ডার্বি মুডে ঢুকে পড়েছেন এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। ২ সপ্তাহ ম্যাচের মধ্যে নেই সবুজ মেরুন শিবির। করোনার ধাক্কায় স্থগিত হয়ে গিয়েছে বাগানের তিনটে ম্যাচ। ৯ তারিখের ওড়িশা এফসি (Odisha FC) ম্যাচ খেলতে হবে রবিবারে। রবি রাতের মাঠে নামার আগে ফেরান্দোর চিন্তা কোভিড ক্লান্তি। তবে ওড়িশা ম্যাচ নিয়ে ভাবার পাশাপাশি ২৯ তারিখের বড় ম্যাচ নিয়েও ভাবনা শুরু হয়ে গিয়েছে বাগান কোচের। বলছেন, ‘কলকাতার সমর্থকদের আবেগ বুঝি। অনেক দূরে ডার্বি হলেও এই ম্যাচ ঘিরে তাদের প্রত্যাশা থাকে। কোচ হিসেবে এটাই আমার প্রথম ডার্বি। এখন থেকেই উত্তেজনায় ফুটছি। তবে তার আগে ওড়িশা বাধা টপকাতে হবে।’

তিনদিন আগে অনুশীলনে যোগ দিয়েছেন তিরি। কোভিডক্লান্তি একটা বড় বাধা ফুটবলারদের। ফেরান্দো বলছেন, ‘মানসিকভাবে ফুটবলারদের মধ্যে খুব প্রভাব ফেলে। সবকিছুই পরিবর্তন হয়ে যায়। ফুটবলাররা একটা রুটিনের মধ্যে দিয়ে যায়। সেই নিয়মের তারতম্য ঘটে। সেই বাধা কাটিয়ে অনুশীলনে নামতে হয়েছে। মানসিক ভাবে ম্যাচের জন্য তৈরি হতে হয়েছে।’ সন্দেশ ঝিঙ্গান দলে ফেরায় এটিকে মোহনবাগানের রক্ষণ অনেকটাই শক্তিশালী হয়েছে। কার্ড সমস্যার জন্য ওড়িশার বিরুদ্ধে নেই হুগো বোমাস। রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামস জুটিকে সামনে রেখেই ওড়িশা বধের ছক কষছেন ফেরান্দো। মাঝমাঠে জনি কাউকো। রক্ষণে হয়তো সন্দেশ-ম্যাকহিউ জুটি।

১৫ দিন পর মাঠে নামছে এটিকে মোহনবাগান। অন্যান্য দলগুলোর চেয়ে কম ম্যাচ খেলেছে সবুজ- মেরুন। ওড়িশার বিরুদ্ধে জিতে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের উপরে ওঠাই লক্ষ্য বাগান শিবিরের। একই সঙ্গে বড় ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান রয় কৃষ্ণা, প্রীতম কোটালরা।