ISL 2022-23: নিজামের শহরে বদলার ম্যাচে পয়েন্ট চুরি করতে মরিয়া মোহনবাগান

মাঠে নামার আগেই খুশির খবর বাগান শিবিরে। এবছর গোল্ডেন গ্লাভস পাচ্ছেন এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। ১০ ম্যাচে কোনও গোল হজম করেননি বিশাল।

ISL 2022-23: নিজামের শহরে বদলার ম্যাচে পয়েন্ট চুরি করতে মরিয়া মোহনবাগান
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2023 | 2:45 PM

কলকাতা: এ যেন ঠিক বদলার ম্যাচ। গত বছর আইএসএলে হায়দরাবাদ এফসির কাছে হেরে থামতে হয়েছিল মোহনবাগানকে (ATK Mohun Bagan)। এবার সেমিফাইনালে আবার সেই হায়দরাবাদের সামনে সবুজ মেরুন ব্রিগেড। বদলার ম্যাচ প্রীতম কোটাল, শুভাশিস বসুদের কাছে। প্রথম পর্বের ম্যাচে হায়দরাবাদের কাছে ১-৩ হেরে গিয়েছিল মোহনবাগান।‌ পরের পর্বে ১-০ জিতলেও, ফাইনালে খেলা হয়নি প্রীতমদের। গত বছর গোয়াতেই হয়েছিল প্লে অফ। এ বারে হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা (ISL 2022-23)। পরিস্থিতি একেবারেই আলাদা। ওগবেচে, সিভেইরো, বোরহা হেরেরাদের বিরুদ্ধে চ্যালেঞ্জটা বেশ কঠিন। তবে ঘাবড়াচ্ছে না বাগান শিবির। একরাশ আত্মবিশ্বাসকে হাতিয়ার করেই প্রথম সেমিফাইনালে পয়েন্ট ছিনিয়ে আনতে তৎপর মোহনবাগান। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

মাঠে নামার আগেই খুশির খবর বাগান শিবিরে। এবছর গোল্ডেন গ্লাভস পাচ্ছেন এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। ১০ ম্যাচে কোনও গোল হজম করেননি বিশাল। সুনীলদের কাছে মুম্বই হারতেই লানচেনপার রেকর্ড ভেঙে দেন বিশাল। প্লে অফে ওড়িশা ম্যাচে কাঁধে চোট পেলেও, সেমিফাইনালে তাঁর খেলতে অসুবিধে নেই। তবে সেমিফাইনালে নেই কে আশিক। ওড়িশা ম্যাচে গোড়ালিতে চোট পান। চিকিৎসার জন্য মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বাগান উইঙ্গারকে। তাঁর পরিবর্তে শুরু করবেন লিস্টন কোলাসো। হায়দরাবাদ এফসি লিস্টনের প্রাক্তন ক্লাব। মানোলো মার্কুয়েজের দলের বিরুদ্ধে জ্বলে উঠতে তৈরি লিস্টন।

মোহনবাগান দল এখন দারুন সংঘবদ্ধ। দিমিত্রি পেত্রাতোস, হুগো বোমাস, কার্ল ম্যাকহিউরা তেল খাওয়া মেশিনের মতো দৌড়চ্ছেন। গোলের মধ্যে আছেন বাগান স্ট্রাইকার পেত্রাতোস। হুগো বোমাসও ওড়িশা ম্যাচে গোল পেয়েছেন। এছাড়া মনবীর, পুইতিয়ারাও বেশ ভালো ফুটবল খেলছেন। হায়দরাবাদের উইং প্লে বন্ধ করতে পাল্টা অ্যাটাকের রাস্তাই খুঁজছেন ফেরান্দো।

দলের সঙ্গে এ দিন অনুশীলন করেননি ব্রেন্ডন হ্যামিল। অস্ট্রেলিয়া থেকে সরাসরি হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রথম একাদশে হয়তো একটাই পরিবর্তন।‌ আশিকের জায়গায় খেলবেন লিস্টন। বাকি দল অপরিবর্তিতই রাখতে চলেছেন ফেরান্দো। অ্যাওয়ে ম্যাচে শুরুতেই গোল তুলে নিতে চান দিমিত্রিরা। একই সঙ্গে রক্ষণ জমাট রাখতে চান প্রীতমরা। নিজামের শহরে বদলার ম্যাচে পয়েন্ট চুরি করে ফাইনালের পথে পা বাড়িয়ে রাখতে সচেষ্ট মোহনবাগান।