কৃষ্ণা-মার্সেলিনহো জুটিতে তরতর করে এগোচ্ছে পাল তোলা নৌকা

১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে নক আউটের টিকিট কার্যত পাকা এটিকে মোহনবাগানের।

কৃষ্ণা-মার্সেলিনহো জুটিতে তরতর করে এগোচ্ছে পাল তোলা নৌকা
আরও একটা জয়, ছন্দে বাগান ব্রিগেড। ছবি সৌজন্যে: টুইটার
Follow Us:
| Updated on: Feb 09, 2021 | 9:27 PM

বেঙ্গালুরু এফসি-০ : এটিকে মোহনবাগান-২ (রয় কৃষ্ণা ৩৭, মার্সেলিনহো ৪৪)

গোয়া: এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) খেলা দখলে ফুটবল বিশেষজ্ঞরা একটা কথা নিশ্চয়ই বলবেন, সঠিক সময়ে পিক করেছে হাবাসের দল। সবুজ-মেরুন সমর্থকদের জন্য লাখ টাকার উক্তি। একদিকে লিগের শীর্ষ স্থান দখলের লড়াই জমে উঠেছে। অন্যদিকে ১৯ তারিখের বড় ম্যাচ কাছাকাছি আসছে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ থেকেই অন্য এটিকে মোহনবাগানকে দেখা যাচ্ছে। মঙ্গলবারও সেই ছন্দটাই ধরে রাখল সবুজ মেরুন ব্রিগেড। সুনীলের বেঙ্গালুরুকে (Bengaluru FC) ২-০ গোলে হারালেন রয় কৃষ্ণারা। শেষ চারে জায়গা কার্যত পাকা এটিকে মোহনবাগানের।

আরও পড়ুন: আই লিগে ফিরেই জোড়া গোল পাপার

সবুজ মেরুন জার্সিতে প্রথম দিন থেকেই নিজেকে মেলে ধরতে শুরু করেছেন মার্সেলিনহো। সময় যত এগোচ্ছে, ততই জমে উঠছে রয় কৃষ্ণা-মার্সেলিনহো জুটি। বাগানের আপফ্রন্টের ফুটবল যে কোনও দলের ডিফেন্সের চিন্তা বাড়িয়ে তুলেছে। ম্যাচের প্রথমার্ধে কৃষ্ণাকে থামাতে না পেরে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিলেন প্রতীক প্রভাকর। শীর্ষ গোলদাতার লড়াইতে আরও একটা গোল করে এগিয়ে গেলেন রয়। প্রথমার্ধের শেষ মিনিটে ফ্রি কিক থেকে অসামান্য গোল মার্সেলিনহোর।

বল পজেশনে এটিকে মোহনবাগানকে সমানে সমানে পাল্লা দিলেও প্রতিপক্ষের ডিফেন্স ঢুকে আতঙ্ক তৈরি করতে পারলেন না সুনীলরা। তাই তেমন পরীক্ষার মুখে পড়তেই হল না অরিন্দম ভট্টাচার্যকে। অন্যদিকে কখনও কৃষ্ণা, কখনও মার্সেলিনহো আবার কখনও মনবীর-ডেভিড উইলিয়ামসদের দাপটে বারবার চাপে থাকতে হল গুরপ্রীতকে। তার ওপর বাগানের দ্বিতীয় গোলের সময় প্রশ্নের মুখে দেশের এক নম্বর গোলকিপার গুরপ্রীতের ভূমিকা। ফ্সাট বারে দাঁড়িয়ে না পারলেন ওয়াল তৈরি করতে না নিজে সঠিক জায়গা নিতে। হাবাসের দলের কাছে প্লে অফের দৌড়ে আরও পিছিয়ে পড়ল নৌসাদ মুসার দল।