আই লিগে ফিরেই জোড়া গোল পাপার

প্রথমার্ধের ৩৫ মিনিটে প্রথম গোল। বিরতির পর ৫৬ মিনিটে দ্বিতীয় গোল পাপার। সবুজ-মেরুনের পুরোনো সতীর্থ জোসেবা বেইতিয়ার পাস থেকে

আই লিগে ফিরেই জোড়া গোল পাপার
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Feb 09, 2021 | 8:52 PM

 কলকাতা: শেষ করেছিলেন গোল দিয়ে। শুরুও করলেন গোল দিয়ে। মোহনবাগান ছেড়ে গিয়েছেন রাউন্ডগ্লাস পঞ্জাব এফসিতে। কিন্তু গোল দিয়ে এখনও চেনা যায় পাপা বাবাকার দিওয়ারাকে। ইন্ডিয়ান অ্যারোজকে ২-১ হারাল পঞ্জাব। জোড়া গোল পাপারই। প্রথমার্ধের ৩৫ মিনিটে প্রথম গোল। বিরতির পর ৫৬ মিনিটে ফের। সবুজ-মেরুনের পুরোনো সতীর্থ জোসেবা বেইতিয়ার পাস থেকে। অ্য়ারোজের ভেলিংটন ফের্নান্ডেজ ৮৭ মিনিটে গোল করল ঠিকই, কিন্তু ততক্ষণে ম্যাচ সহজেই জিতে গিয়েছে পঞ্জাব।

এই জয়ের ফলে লিগ টেবলের তলা থেকে দুইয়ে উঠে এলেন পাপা-বেইতিয়ারা। ৭ ম্যাচে পঞ্জাবের পয়েন্ট ১১। শীর্ষে চার্চিল ব্রাদার্স, ৭ ম্যাচে ১৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে ৩ ও ৪য়ে যথাক্রমে রিয়াল কাশ্মীর এবং মহমেডান। এ বারের আই লিগের মূল আকর্ষণ চার্চিল, পঞ্জাব, মহমেডান, কাশ্মীরের মতো টিমগুলো। পঞ্জাবের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে খেলায় ফেরায় চেষ্টা করছে তারা। বেইতিয়া, চেঞ্চোরা থাকলেও আক্রমণে ধার ছিল না। সেই কারণেই নেওয়া হয়েছে পাপাকে। তিনি এ দিনই প্রথম নেমেছিলেন সেনেগালের স্ট্রাইকার। পাপাকে নিয়ে যে ভুল করেনি পঞ্জাবের ম্যানেজমেন্ট, প্রথম ম্যাচেই তা প্রমাণ করলেন। তবে ফেডারেশনের টিমে বরাবরের মতোই বিদেশি নেই। সম্মুগম বেঙ্কটশের টিম সাত ম্যাচে একটাও জিততে পারেনি। একটা ম্যাচে ড্র করেছে শুধু। যে কারণে পঞ্জাবের মতো টিমকে সামলাতে চাপেই পড়েছিল তারা।

আরও পড়ুন:বেঙ্গালুরু ছেড়ে লাল-হলুদে ফিরতে চাইছেন সুনীল

পঞ্জাব অবশ্য শুরু থেকেই আক্রমণের পথে গিয়েছিল। প্রচুর সুযোগও তৈরি হয়েছিল। সামাদ আলি মল্লিকও এ দিনও শুরু থেকে খেলেছেন। পাপার প্রথম গোল আফাওবা সিংয়ের ক্রস থেকে।