গোল করলেন মেসি,করালেন রোনাল্ডো, চ্যাম্পিয়ন্স লিগে জয় বার্সা ও জুভের
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় বার্সেলোনা জুভেন্তাসের। পেনাল্টে থেকে গোলে মেসির। গোল না পেলেও করালেন রোনাল্ডো।
TV9 বাংলা ডিজিটাল – উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কাছে হারের পর আবার জয়ের রাস্তায় ফিরে এল ক্রিশ্চিয়ানো রোনাল্ডের জুভেন্তাস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্য়াচে ফেরেনকোভারসের বিরুদ্ধে ৪-১ গোলে বড় জয় সিরিএ চ্যাম্পিয়ন ক্লাবের। বুধবার রাতের ম্যাচে গোল পেলেন না সিআর সেভেন। জোড়া গোল করে ম্যাচের নায়ক আলভারো মোরাত্তা। একটি গোল করলেন পাওলো দিবালা। আত্মঘাতী গোলে জুভান্তাসকে চতুর্থ গোল উপাহার দিলেন প্রতিপক্ষের লাশা। গোল না পেলেও মাঠে দাপট দেখালেন পর্তুগালের অধিনায়ক। দল ও মোরাত্তার দ্বিতীয় গোলের বল সাজিয়ে দিলেন তিনি।
? ????????? ??? ?? ????????! ??#FerencvarosJuve #JuveUCL #FinoAllaFine #ForzaJuve pic.twitter.com/aVMgdI4wcy
— JuventusFC (@juventusfcen) November 5, 2020
জুভেন্তাসের জয়ের পাশাপাশি গ্রুপের অপর একটি ম্যাচে জয় তুলে নিল মেসির ক্লাব বার্সেলোনাও। ঘরের মাঠে ডায়নামো কিয়েভকে ২-১ গোলে হারাল তারা। খেলার শুরুতেই পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করলেন এলএম টেন। চলতি চ্যাম্পিয়ন্সলিগে এই নিয়ে টানা তিন ম্যাচে পেনাল্টি থেকে গোল পেলেন মেসি। বার্সেলোনার হয়ে ৬৫ মিনিটে দ্বিতীয় গোলটি করলেন ডিফেন্ডার জেরার্ড পিকে। টানা তিনটি ম্যাচ জিতলেও বার্সেলোনার খেলায় এদিন ঝাঁজ দেখা গেল না। প্রতিপক্ষ দলের ছয় ফুটবলার কোভিডের জন্য ম্যাচে না থাকলেও মেসির দল নিজেদের ছন্দ দেখাতে ব্য়র্থ। কাতালান ক্লাবের কোচ কোম্যানও মেনে নিলেন এই ম্যাচেই সব থেকে ভুগতে হয়েছে তাঁদের।
7⃣1⃣ group stage goals for Leo Messi. A #UCL record ? pic.twitter.com/8hw3UKWv8q
— UEFA Champions League (@ChampionsLeague) November 4, 2020
টানা তিন ম্যাচ জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ জিতে প্রথম স্থানে বার্সেলোনা। এদিনই ইউরোপিয়ান লিগে ১৫০টি ম্যাচ খেলার মাইল স্টোন ছুঁলেন লিও মেসি। তিন ম্যাচে দুটি জয় ও একটি হারের দৌলতে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জুভেন্তাস। পরের পর্বে যাওয়ার দৌড়ে এগিয়ে গ্রুপের দুই বড় ক্লাব। কিন্তু বার্সেলোনার পারফরম্যান্স চাপে রাখবে তাদের সমর্থকদের। অন্য দিকে কাতালান ক্লাবের থেকে পয়েন্ট পিছিয়ে থাকলেও রোনাল্ডোদের পারফরম্যান্স ভারসা দিচ্ছে তাদের সমর্থকদের।