১২ মিনিটে চার গোল, কোপা চ্যাম্পিয়ন মেসির দল
গোটা ম্যাচে ভিলারিয়াল ডিফেন্ডাররা মেসিকে কড়া মার্কিংয়ে রাখলেন। একের পর এক ট্যাকেলে তাঁকে ব্যতিব্যস্ত করে তুললেন প্রতিপক্ষের ফুটবলাররা।
৬০ মিনিট থেকে ৭২ মিনিট। ঘড়ির কাঁটায় সময়টা ১২ মিনিট। আর এই ১২ মিনিটে বদলে গেল ম্যাচের রং। ১২ মিনিটে ৪ গোল করে কোপা দেল রে (Copa Del Rey) চ্যাম্পিয়ন বার্সেলোনা (Barcelona)। খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। ভিলারিয়াল ডিফেন্স ভেঙে ঘরের দরজা খুলতে পারছিলেন না মেসিরা। তবে গ্রিজম্যান প্রথম গোল করতেই, ভিলারিয়ালের ডিফেন্সের চির ধরল। আর সেই চির কে ফাটল এ পরিণত করতে বার্সেলোনার সময় লাগলো মাত্র ১২ মিনিট। গ্রিজম্যান, ডে জং এবং মেসির (Messi) জোড়া গোলে ৩১ তম কোপা দেল রে’র খেতাব কাতালান ক্লাবের।
G⚽AL OF THE DAY It wasn’t a dream … ?????? from #Messi & Copa del Rey champions! ? pic.twitter.com/7Gzq3ZcmO2
— FC Barcelona (@FCBarcelona) April 18, 2021
গোটা ম্যাচে ভিলারিয়াল ডিফেন্ডাররা মেসিকে কড়া মার্কিংয়ে রাখলেন। একের পর এক ট্যাকেলে তাঁকে ব্যতিব্যস্ত করে তুললেন প্রতিপক্ষের ফুটবলাররা। ৬৮ মিনিটে দুরন্ত গোল মেসির। ৪ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল বার্সেলোনা অধিনায়কের। নিজের দশম কোপা দেল রে ফাইনাল খেলতে নেমেছিলেন মেসি। আর্জেন্টাইন তারকা জ্বলে উঠলে তাঁকে আটকানোর পথ এখনো খুঁজে পান না ডিফেন্ডাররা। শনিবার রাতের ম্যাচে সেটা আবার প্রমাণ করলেন মেসি।
? A trophy forged at ?? ????? ?❤️ pic.twitter.com/EH77j9LwDK
— FC Barcelona (@FCBarcelona) April 17, 2021
ম্যাচ শেষে বার্সেলোনার অধিনায়ক জানিয়েছেন, ‘বার্সেলোনার অধিনায়ক হিসেবে এমন একটা ঐতিহ্যশালী ট্রফি হাতে তুলতে পেরে আমি গর্বিত। গর্বিত আমাদের গোটা দল। ভিলারিয়াল নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে, কিন্তু আজকের দিনটা আমাদের।’ বার্সেলোনা কোচ হিসেবে প্রথম কপার ট্রফি পেলেন কোচ রোনাল্ড কোমান।
আরও পড়ুন: IPL 2021: পারদ চড়ছে সুপার সানডের, মুখোমুখি কলকাতা-ব্যাঙ্গালোর