CFL 2023: লিগে ফিরেই জয় মহমেডান স্পোর্টিংয়ের

Calcutta Football League: কলকাতা প্রিমিয়ার লিগে অবশ্য দুর্দান্ত ছন্দে ছিল মহমেডান স্পোর্টিং। এ দিন এফসিআইকে ৩-১ ব্যবধানে হারাল মহমেডান স্পোর্টিং। লিগে এখনও অবধি ছয় ম্যাচ খেলে এটি তাদের পঞ্চম জয়।

CFL 2023: লিগে ফিরেই জয় মহমেডান স্পোর্টিংয়ের
Image Credit source: MSC
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 6:55 PM

ডুরান্ড কাপে শুরুটা একেবারেই ভালো হয়নি মহমেডান স্পোর্টিংয়ের। ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সেরা দল মুম্বই সিটি এফসি। ডুরান্ডে নিজেদের প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে ১-৩ ব্যবধানে হার সাদা-কালো ব্রিগেডের। কলকাতা প্রিমিয়ার লিগে অবশ্য দুর্দান্ত ছন্দে ছিল মহমেডান স্পোর্টিং। এ দিন এফসিআইকে ৩-১ ব্যবধানে হারাল মহমেডান স্পোর্টিং। লিগে এখনও অবধি ছয় ম্যাচ খেলে এটি তাদের পঞ্চম জয়। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল মহমেডান স্পোর্টিংয়ের। গোল যেন সময়ের অপক্ষা ছিল। সেই অপেক্ষা মিটল ২৯ মিনিটে। তন্ময় ঘোষ এগিয়ে দেন মহমেডানকে। একের সঙ্গে দুইয়ের মতো ৬ মিনিটের ব্যবধানে মহমেডান স্পোর্টিংয়ের স্কোরলাইন ২-০। লাগাতার আক্রমণের চাপে এফসিআইয়ের আত্মঘাতী গোলে স্কোরলাইন ২-০ হয়। প্রথমার্ধে এই স্কোরলাইনই থাকে।

জোড়া গোলে এগিয়ে থাকলেও লিড বাড়ানোর দিকেই নজর ছিল মহমেডান স্পোর্টিংয়ের। দ্বিতীয়ার্ধে অবশ্য পেনাল্টি থেকে এক গোল শোধ করে এফসিআই। মাত্র ১ গোলের লিড সুরক্ষিত নয়। সাদা-কালো ব্রিগেড আক্রমণের ধার বাড়ায়। ৭৯ মিনিয়ে ডেভিডের গোলে স্কোর লাইন মহমেডানের পক্ষে ৩-১ হয়। ম্যাচ শেষ হয় এই ফলেই।

লিগে অন্য ম্যাচে ডালহৌসি ক্লাবকে ৫-০’র বিশাল ব্যবধানে হারাল পিয়ারলেস এসসি। জোড়া গোল করেন দাওয়াঞ্চ কার্লোস চল্লম। বাকি গোলগুলি করেন মনতোষ মাজি, সজন সাহানি, স্বরূপ দাস। লিগে অঘটনও হল বলা যায়। এ বারের লিগে অনবদ্য ছন্দে ছিল ডায়মন্ডহারবার এফসি। তাদের ১-০ ব্যবধানে হারিয়ে দিল কালীঘাট মিলন সঙ্ঘ। ম্যাচের নির্ণায়ক গোলটি করেন অসিত হেমব্রম।