CFL 2023: লিগে ফিরেই জয় মহমেডান স্পোর্টিংয়ের
Calcutta Football League: কলকাতা প্রিমিয়ার লিগে অবশ্য দুর্দান্ত ছন্দে ছিল মহমেডান স্পোর্টিং। এ দিন এফসিআইকে ৩-১ ব্যবধানে হারাল মহমেডান স্পোর্টিং। লিগে এখনও অবধি ছয় ম্যাচ খেলে এটি তাদের পঞ্চম জয়।
ডুরান্ড কাপে শুরুটা একেবারেই ভালো হয়নি মহমেডান স্পোর্টিংয়ের। ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সেরা দল মুম্বই সিটি এফসি। ডুরান্ডে নিজেদের প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে ১-৩ ব্যবধানে হার সাদা-কালো ব্রিগেডের। কলকাতা প্রিমিয়ার লিগে অবশ্য দুর্দান্ত ছন্দে ছিল মহমেডান স্পোর্টিং। এ দিন এফসিআইকে ৩-১ ব্যবধানে হারাল মহমেডান স্পোর্টিং। লিগে এখনও অবধি ছয় ম্যাচ খেলে এটি তাদের পঞ্চম জয়। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল মহমেডান স্পোর্টিংয়ের। গোল যেন সময়ের অপক্ষা ছিল। সেই অপেক্ষা মিটল ২৯ মিনিটে। তন্ময় ঘোষ এগিয়ে দেন মহমেডানকে। একের সঙ্গে দুইয়ের মতো ৬ মিনিটের ব্যবধানে মহমেডান স্পোর্টিংয়ের স্কোরলাইন ২-০। লাগাতার আক্রমণের চাপে এফসিআইয়ের আত্মঘাতী গোলে স্কোরলাইন ২-০ হয়। প্রথমার্ধে এই স্কোরলাইনই থাকে।
জোড়া গোলে এগিয়ে থাকলেও লিড বাড়ানোর দিকেই নজর ছিল মহমেডান স্পোর্টিংয়ের। দ্বিতীয়ার্ধে অবশ্য পেনাল্টি থেকে এক গোল শোধ করে এফসিআই। মাত্র ১ গোলের লিড সুরক্ষিত নয়। সাদা-কালো ব্রিগেড আক্রমণের ধার বাড়ায়। ৭৯ মিনিয়ে ডেভিডের গোলে স্কোর লাইন মহমেডানের পক্ষে ৩-১ হয়। ম্যাচ শেষ হয় এই ফলেই।
লিগে অন্য ম্যাচে ডালহৌসি ক্লাবকে ৫-০’র বিশাল ব্যবধানে হারাল পিয়ারলেস এসসি। জোড়া গোল করেন দাওয়াঞ্চ কার্লোস চল্লম। বাকি গোলগুলি করেন মনতোষ মাজি, সজন সাহানি, স্বরূপ দাস। লিগে অঘটনও হল বলা যায়। এ বারের লিগে অনবদ্য ছন্দে ছিল ডায়মন্ডহারবার এফসি। তাদের ১-০ ব্যবধানে হারিয়ে দিল কালীঘাট মিলন সঙ্ঘ। ম্যাচের নির্ণায়ক গোলটি করেন অসিত হেমব্রম।