ATK Mohun Bagan: চোটে জেরবার বাগান, নকআউটে কি পৌঁছতে পারবে ফেরান্দোর টিম?
মোহনবাগানের দুই নির্ভরযোগ্য ফুটবলার হুগো বোমাস ও কার্ল ম্যাকহিউ চোটের কারণে মাঠের বাইরে। অন্য দিকে আবার বাকি ফুটবলাররাও সে ভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না।
কলকাতা: আইএসএলের (ISL 2022-23) চলতি মরসুমে বেশ কিছুটা চাপে রয়েছে হুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। বৃহস্পতিবার জামশেদপুরের সঙ্গে গোলশূন্য ড্র করার পর লিগ তালিকায় ৬ নম্বরে থাকা নিয়ে খানিকটা হলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বা বলা যেতে পারে, নকআউট পর্যায়ে পৌঁছানো নিয়েও চাপে পড়ে গিয়েছে মোহনবাগান। আগামী তিনটে ম্যাচ জিততে না পারলে এই দুটোর কোনওটাই পূরণ হবে না সবুজ মেরুন শিবিরের। এর মধ্যেই দলের মুখ্য ফুটবলারদের বারবার চোটের কবলে পড়া সমস্যায় ফেলেছে টিমকে। এখান থেকে কি ঘুরে দাঁড়াবে বাগান? ফেরান্দোর টিম কি নকআউটে পা রাখতে পারবে? তুলে ধরল Tv9 Bangla।
মোহনবাগানের দুই নির্ভরযোগ্য ফুটবলার হুগো বোমাস ও কার্ল ম্যাকহিউ চোটের কারণে মাঠের বাইরে। অন্য দিকে আবার বাকি ফুটবলাররাও সে ভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না। এটিকের আর এক তারকা ফুটবলার লিস্টন কোলাসোও টুর্নামেন্টের এই পর্যায়ে টিমকে ভরসা দিতে পারছেন না। জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরিও তেমন ভাবে সফল নয়। পেত্রাতস গোলের সুযোগ তৈরি করলেও সহযোগী হিসেবে পাশে কাউকে পাচ্ছেন না। তাই স্বাভাবিক ভাবেই দলের জয়সূচক গোল আসছে না। সাংবাদিক বৈঠকে কোচ হুয়ান ফেরান্দ দলের ছেলেদের প্রসংশা করে বলেন, তাঁদের মনোবল বৃদ্ধির জন্য যা উচিত, তা করা হবে। স্প্যানিশ কোচের কথায়, “এর আগেও কঠিন পরিস্থিতিতে আমাদের ছেলেরা ঘুরে দাঁড়িয়ে ভালো ফলাফল করেছে। সবাই দলের পাশে দাঁড়ালে নিজেদের ভুল শুধরে পরের ম্যাচে নামতে পারবে।”
কোচ ফেরান্দো মনে করছেন, জুলাই মাসে প্রাক মরসুম শুরু করার জন্য হয়তো ছেলেরা কিছুটা ক্লান্ত। তবে এই সময়টা হল নিজেদের চারিত্রিক ও মানসিক দৃঢ়তার পরিচয় দেওয়ার। প্রমাণ করার যে, আমরাও পারি।’
পরের ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি। এই ম্যাচ যে সহজ হবে না, তা নিশ্চিত। তবু মোহনবাগান কোচ তাঁর দলবল নিয়ে তিন পয়েন্টের জন্যই ঝাঁপাতে চাইছেন। পরের ম্যাচগুলো থেকে পুরো পয়েন্ট নিয়ে নকআউটে নিজেদের জায়গা পাকা করাই হবে হুয়ান ফেরান্দর এটিকে মোহনবাগানের মূলমন্ত্র।