মোহনবাগান ছেড়ে গোয়ার পথে ধীরজ সিং
এটিকে মোহনবাগানের হয়ে চলতি মরসুমে এখনও কোনও ম্যাচ খেলেননি ধীরজ সিং।
গোয়া: আইএসএলের মঞ্চে খেলার সুযোগই পাচ্ছেন না। ফলে নিজেকে মেলে ধরারও সুযোগ নেই ভারতের অন্যতম প্রতিশ্রুতিমান গোলকিপার ধীরজ সিংয়ের। তাই এটিকে মোহনবাগান ছেড়ে এফ সি গোয়ার পথে ধীরজ সিং। লোনে সম্ভবত গোয়াতে যাচ্ছেন সবুজ-মেরুনের তরুণ গোলকিপার। আইএসএলের দ্বিতীয় পর্বের শুরু থেকেই এফসি গোয়ার জার্সিতে দেখা যেতে পারে ধীরজকে। রবিবার মোহনবাগান ম্যাচেই গোয়ার স্কোয়াডে দেখা যেতে পারে তাঁকে।
কেরালা ব্লাস্টার্স থেকে এটিকেতে এসেছিলেন যুব বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করা ধীরজ। গত মরসুমে মাত্র একটা ম্যাচ খেলেন মণিপুরের এই গোলকিপার। আর এই মরসুমে প্রথম দশটা ম্যাচে সুযোগই পাননি। বলা চলে অরিন্দম ভট্টাচার্য চোট না পেলে ধীরজের সুযোগ পাওয়ার সম্ভাবনাই নেই। এই অবস্থায় খেলার সুযোগের জন্যই গোয়ায় যাওয়া ধীরজের।
আরও পড়ুন:আইএসএলে এবার প্রথম ইন্দো-ব্রিটিশ ফুটবল কর্তা
এটিকে মোহনবাগানে অরিন্দম ছাড়াও রয়েছেন অভিলাষ পাল ও দুই তরুণ গোলকিপার। মুম্বই সিটি ম্যাচে চোখে চোট পেয়েছিলেন অরিন্দমম। তবে এফ সি গোয়া ম্যাচে তার খেলা নিয়ে কোনও সংশয় নেই। অনুশীলনও করছেন দুরন্ত ফর্মে থাকা অরিন্দম। তবে গোয়া ম্যাচেও সম্ভবত কার্ল ম্যাকহিউকে পাবেন না হাবাস।