টানা ৪ ম্যাচে জয় ম্যাঞ্চেস্টার সিটির

বুধবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ১-০ হারাল ব্রাইটনকে (Brighton)। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

| Updated on: Jan 14, 2021 | 4:44 PM
 ম্যাচের ৪৪ মিনিটে একমাত্র গোল ফিল ফডেনের।

ম্যাচের ৪৪ মিনিটে একমাত্র গোল ফিল ফডেনের।

1 / 5
গোলের পর সতীর্থদের সঙ্গে ফডেনের উচ্ছাস।

গোলের পর সতীর্থদের সঙ্গে ফডেনের উচ্ছাস।

2 / 5
রাহিম স্টার্লিংয়ের পেনাল্টি মিস। ম্যাঞ্চেস্টার সিটির কাছে এগিয়ে যাওয়ার সুযোগ অল্পের জন্য হাতছাড়া।

রাহিম স্টার্লিংয়ের পেনাল্টি মিস। ম্যাঞ্চেস্টার সিটির কাছে এগিয়ে যাওয়ার সুযোগ অল্পের জন্য হাতছাড়া।

3 / 5
দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই গোল করতে পারেননি।

দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই গোল করতে পারেননি।

4 / 5
লিগে টানা ৪ ম্যাচে জয় ম্যাঞ্চেস্টার সিটির। (সৌজন্যে-টুইটার)

লিগে টানা ৪ ম্যাচে জয় ম্যাঞ্চেস্টার সিটির। (সৌজন্যে-টুইটার)

5 / 5
Follow Us: