আইএসএলে এবার প্রথম ইন্দো-ব্রিটিশ ফুটবল কর্তা
ফুটবল প্রশাসক হিসেবে আকর্ষণীয় রাজ আটওয়ালের কেরিয়ার। কুড়ি বছর ধরে ইংলিশ ফুটবলের চারটি ডিভিশনের বিভিন্ন ক্লাবের প্রশাসক হিসেবে কাজ করেছেন আটওয়াল। যার মধ্যে রয়েছ ওয়াটফোর্ড ও কভেন্ট্রির মত ক্লাব।
গোয়া : আইএসএলে(Indian Super League) বিদেশি ফুটবলারের অভাব নেই। অভাব নেই বিদেশি কোচ কিংবা সাপোর্টিং স্টাফেরও। এমনকি বিদেশি ক্লাবের সঙ্গে আইএসএলের অনেক ক্লাবের গাঁটছড়াও হয়েছে। কিন্তু বিদেশ থেকে কর্তা আমদানি করা? না এরকম ইতিহাস নেই। যা এবার ঘটাল ওড়িশা এফসি। আইএসএলের ক্লাব ওড়িশা এফসির প্রেসিডেন্ট হলেন ইন্দো ব্রিটিশ ফুটবল কর্তা রাজ আটওয়াল(Raj Athwal)।
ফুটবল প্রশাসক হিসেবে আকর্ষণীয় রাজ আটওয়ালের কেরিয়ার। কুড়ি বছর ধরে ইংলিশ ফুটবলের চারটি ডিভিশনের বিভিন্ন ক্লাবের প্রশাসক হিসেবে কাজ করেছেন আটওয়াল। যার মধ্যে রয়েছ ওয়াটফোর্ড ও কভেন্ট্রির(Coventry City) মত ক্লাব। যেই কভেন্ট্রি ক্লাবে একসময় খেলতে গিয়েছিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী(Sunil Chetri)। শুধু প্রিমিয়ার লিগের ক্লাবেই নয়, স্কটল্যান্ডের নামী ক্লাব রেঞ্জার্সের(Rangers) কর্তার দায়িত্বও সামলেছেন এই রাজ আটওয়াল।
নিজের একটি স্পোর্টস কনসাল্টেন্সি সংস্থাও রয়েছে বিলেতে। রাজ আটওয়ালের এই দীর্ঘ ফুটবল প্রশাসক হিসেবে অভিজ্ঞতাটাই এবার কাজে লাগাতে চাইছেন ওড়িশা এফসি।
এদিকে ক্রিস্টাল প্যালেসের প্রাক্তন কোচিং স্টাফ ওহাদ এরফ্রাত যোগ দিলেন নর্থ ইস্ট ইউনাইটেডে।