মেসিকে ছাড়াই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা
বুধবার স্প্যানিশ সুপার কাপের (Spanish Supercup) সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদকে (Real Sociedad ) টাইব্রেকারে ৩-২ গোলে হারাল বার্সেলোনা (Barcelona)। চোটের কারণে এদিনের ম্যাচে খেলতে পারেননি মেসি । নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ থাকায়, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও মীমাংসা না হওয়ায় টাইব্রেকারে যায় ম্যাচ।
Most Read Stories