জুনিগাকে থামিয়ে চার্চিল ম্যাচে ৩ পয়েন্টে চোখ শঙ্করের
চার্চিলের বিরুদ্ধে শুরু থেকেই চার বিদেশিকে খেলাতে পারে মহমেডান টিম ম্যানেজমেন্ট। বলা চলে চার্চিলের বিরুদ্ধে ম্যাচ অ্যাসিড টেস্ট হতে চলেছে দুই বিদেশি ফাতাউ আর রাফায়েলের কাছে।
কলকাতা: আই লিগের শুরুতেই হেভিওয়েট লড়াই। বৃহস্পতিবার কল্যাণীতে মহমেডানের সামনে চার্চিল ব্রাদার্স। লিগ জয়ের অন্যতম দুই ফেভারিট দল। সুদেভা এফসিকে হারিয়ে আই লিগ অভিযান শুরু করেছে মহমেডান । অন্য দিকে, আই লিগের প্রথম ম্যাচেই ফাইভ স্টার চার্চিল। অ্যারোজকে ৫-২ গোলে হারিয়েছে গোয়ার দলটি। কঠিন ম্যাচের আগে চার্চিল সম্পর্কে সমীহের সুর মহমেডান টিডি শঙ্করলাল চক্রবর্তীর গলায়। সাদা-কালো টিডি বলছেন, ‘চার্চিল বরাবরই ভারতীয় ফুটবলে শক্ত গাঁট। অ্যারোজকে বড় ব্যবধানে হারিয়েছে ওরা। বলতেই হবে কাল আমাদের সামনে কঠিন প্রতিপক্ষ।’
লিগের শুরুতেই কঠিন চ্যালেঞ্জ হলেও দমছে না মহমেডান শিবির। কিছুটা হুশিয়ারির সুরে শঙ্করলাল বলছেন, ‘চার্চিল কঠিন প্রতিপক্ষ হলেও, ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমাদের মতো রণনীতি তৈরি করছি। চার্চিলের শক্তি-দুর্বলতা পর্যালোচনা করেই স্ট্র্যাটেজি সাজাচ্ছি।’
1️⃣Day to go ⚪️⚫️???⚽️#JaanJaanMohammedan#BlackPanthers pic.twitter.com/K1gH4T8a8d
— Mohammedan SC (@MohammedanSC) January 13, 2021
লিগের শুরু থেকেই টপ ফর্মে চার্চিলের দুই বিদেশি। ভারতের মাঠে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছেন হন্ডুরাসের স্ট্রাইকার জুনিগা। বিপক্ষের দুই স্ট্রাইকারকে বোতলবন্দি করার জন্য অবশ্য জোনাল মার্কিংয়েই ভরসা রাখছে মহমেডান শিবির। শঙ্করলাল বলছেন, ‘এখন আর ম্যান মার্কিং নেই। তবে জোনাল মার্কিং থাকবে।’
আরও পড়ুন:‘স্যাণ্ডপেপার গেট’ কাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে স্মিথ: লি
প্রথম ম্যাচে সুদেভার বিরুদ্ধে জিতলেও চেনা ছন্দে পাওয়া যায়নি মহমেডানকে। মাঝের ৪-৫ দিনে দল অনেকটাই গুছিয়ে নিয়েছেন শঙ্করলাল-হোসে হেভিয়া। চার্চিলের বিরুদ্ধে শুরু থেকেই চার বিদেশিকে খেলাতে পারে মহমেডান টিম ম্যানেজমেন্ট। বলা চলে চার্চিলের বিরুদ্ধে ম্যাচ অ্যাসিড টেস্ট হতে চলেছে দুই বিদেশি ফাতাউ আর রাফায়েলের কাছে। বৃহস্পতিবার কল্যাণীতে ব্যর্থ হলে বিদায় ঘণ্টা বেজে যেতে পারে সাদা-কালোর এই দুই বিদেশির।
কাল, কল্যাণীতে মহমেডানের বিরুদ্ধে চার্চিল গোলের নীচে সম্ভবত থাকবেন শিল্টন পাল। প্রথমবার বাইরের কোনও দলের হয়ে কলকাতার তিন প্রধানের বিরুদ্ধে নামতে চলেছেন বাঙালি গোলকিপার। তবে বিশেষ কোনও অনুভূতি নয়, মহমেডান ম্যাচকে অন্য আর পাঁচটা ম্যাচের মতোই দেখছেন শিল্টন।