রিয়াল-বার্সাকে টেক্কা দিয়ে লা লিগার শীর্ষে অ্যাটলেটিকো

সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে লা-লিগার শীর্ষেই থাকল দিয়েগো সিমিওনের ছেলেরা। চলতি লা-লিগায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন কোরেয়া-সুয়ারেজরা

রিয়াল-বার্সাকে টেক্কা দিয়ে লা লিগার শীর্ষে অ্যাটলেটিকো
লা-লিগায় অপ্রতিরোধ্য অ্যাটলেটিকো মাদ্রিদ। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Jan 13, 2021 | 12:38 PM

মাদ্রিদ: থামানো যাচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদকে। সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে লা-লিগার শীর্ষেই থাকল দিয়েগো সিমিওনের ছেলেরা। চলতি লা-লিগায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন কোরেয়া-সুয়ারেজরা।

মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠে সেভিয়াকে ২-০ গোলে হারাল অ্যাটলেটিকো। প্রথার্মাধের ১৭ মিনিটে আর্জেন্তাইন ফুটবলার অ্যাঞ্জেল কোরেয়ার গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ট্রিপিয়ারের বাড়ানো বল ধরে বিপক্ষের বক্সে একটা হাফ টার্ন নিয়েই বাঁ-পায়ের দুরন্ত শটে সেভিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন কোরেয়া (১-০)। ১০ সপ্তাহের নির্বাসন কাটিয়ে এদিন ম্যাচে ফেরেন অ্যাটলেটিকো মাদ্রিদের ইংলিশ ফুটবলার ট্রিপিয়ার। গোল হজমের পর পরিশোধের লক্ষ্যে ঘনঘন আক্রমণ শানায় সেভিয়া। অ্যাটলেটিকোর বক্সে একের পর এক আক্রমণের ঝড় আছড়ে পড়ে।

Sevilla

আরও পড়ুন:প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার, লক্ষ্য সিরিজ জয়

খেলার ৭৬ মিনিটে সেভিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সউল নিগুয়েজ। কাউন্টার অ্যাটাকে বল ধরে গতি বাড়ান লোরেন্তে। সেখান থেকে মাইনাস রাখেন নিগুয়েজকে। বাঁ-পায়ের মাটি ঘেঁষা শটে সেভিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন নিগুয়েজ (২-০)। অ্যাটলেটিকো মাদ্রিদের তিন কাঠির তলায় অপ্রতিরোধ্য হয়ে ওঠেন ওবলাক। বেশ কয়েকটি ক্ষেত্রে দলকে নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা করেন তিনি।

১৬ ম্যাচে ৪১ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন মেসিরা।