৩ বছর পর প্রিমিয়ার লিগ শীর্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

লন্ডন: তিন বছরের অপেক্ষার অবসান। আবার প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে বার্নলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে জয় রেড ডেভিলসদের। ৭১ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন পল পোগবা। বার্নলেকে হারিয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট স্লোকজারের দলের। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের থেকে ৩ পয়েন্টে এগিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।   ? All the action from Tuesday’s […]

৩ বছর পর প্রিমিয়ার লিগ শীর্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
গোলের পর উল্লাস ম্যাঞ্চেস্টার তারকা পোগবার। ছবি সৌজন্যে : টুইটার (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
Follow Us:
| Updated on: Jan 13, 2021 | 11:45 AM

লন্ডন: তিন বছরের অপেক্ষার অবসান। আবার প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে বার্নলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে জয় রেড ডেভিলসদের। ৭১ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন পল পোগবা। বার্নলেকে হারিয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট স্লোকজারের দলের। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের থেকে ৩ পয়েন্টে এগিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

২০১২-১৩ মরসুমে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যাঞ্চেস্টার শেষ বার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। আট বছর পর তাঁর ছাত্র, স্লোকজারের হাতে ধরে আবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে রেড ডেভিলসরা। এখনও অনেক লড়াই বাকি। তবে এবারে প্রিমিয়ার লিগে টানা ১১টি ম্যাচ অপরাজিত থেকে সমর্থকদের ভরসা আদায় করেছেন পল পোগবারা।

আগামী রবিবার প্রিমিয়ার লিগে জমজমটা লড়াই। লিগের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও লিভারপুল মুখোমুখি। সুপার সানডেতে ম্যাঞ্চেস্টারের সামনে যেমন সুযোগ চ্যাম্পিয়নশিপের দিকে আরও এগিয়ে যাওয়া, তেমনই লিভারপুলের সামনে সুযোগ থাকছে আবার শীর্ষ স্থান দখল করার।

আরও পড়ুন : লাল-হলুদ সমর্থকদের ভিডিয়ো ‘সন্দেশ’ জিঙ্ঘানের