লাল-হলুদ সমর্থকদের ভিডিয়ো ‘সন্দেশ’ জিঙ্ঘানের

মাটিতে পড়ে থাকা অবস্থায় বিক্রম প্রতাপকে লাথি মারতে দেখা যায় জাতীয় দলের ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘানকে।

লাল-হলুদ সমর্থকদের ভিডিয়ো 'সন্দেশ' জিঙ্ঘানের
সোস্যাল মিডিয়ায় ভাইরাল সন্দেশের এই ভিডিও। ছবি-সন্দেশ জিঙ্ঘানের ইনস্টাগ্রাম।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2021 | 7:11 PM

গোয়া: ফিরতি ডার্বি হতে এখনও মাস খানেকের দেরি। তার আগেই মাঠের বাইরে শুরু হয়ে গেল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। আইএসএলের প্রথম লেগের শেষ ম্যাচে লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির কাছে হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে। ম্যাচের শেষ দিকে শুভাশিস বসু ফাউল করেন মুম্বই সিটি এফসির বিক্রম প্রতাপ সিংকে। মাটিতে পড়ে থাকা অবস্থায় বিক্রম প্রতাপকে লাথি মারতে দেখা যায় জাতীয় দলের ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘানকে।

মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সন্দেশকে আক্রমণ শুরু করেন লাল-হলুদ সমর্থকরা। প্রশ্ন তোলেন রেফারি শ্রীকৃষ্ণের ভূমিকা নিয়েও। বিকেলে আসরে নামেন খোদ সন্দেশ নিজেই। সোশ্যাল মিডিয়ায় সামনে আসা ফুটেজের স্বপক্ষে যুক্তি দেন জাতীয় ডিফেন্ডার। সন্দেশের সাফাই দিয়ে বলেন, ‘ওটা মোটেই লাথি ছিল না। স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখিয়ে বিক্রমকে জিজ্ঞাসা করছিলাম ও ঠিক আছে কিনা। বিক্রমপ্রতাপ সিংকে আমি অনেকদিন ধরে চিনি। ওর সাথে ট্রেনিংও করেছি।’

আরও পড়ুন: বিরাটকে টপকালেন স্মিথ

নাম না করে লাল-হলুদ সমর্থকদের উদ্দেশ্যে সন্দেশের বার্তা, “কখনও সখনও কোনও কথা ভেবে বলা উচিত।” একইসঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী টিমের সমর্থকদের নেতিবাচক বার্তা না ছড়ানোর পরামর্শ দিচ্ছেন ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার। কলকাতার দুই প্রধানে এটাই প্রথম মরসুম সন্দেশের। ফুটবল ঘিরে সমর্থকদের আবেগটা বোধহয় গোয়ার বায়ো বাবলে থেকেও টের পাচ্ছেন তারকা এই ফুটবলার।