ISL, East Bengal: হারের হ্যাটট্রিক আটকানোর লড়াই ইস্টবেঙ্গলের, সামনে জয়হীন হায়দরাবাদ

East Bengal vs Hyderabad FC: ইস্টবেঙ্গলের কাছে সে কারণেই যেন কঠিন পরীক্ষা। কার্লেস কুয়াদ্রাতের দল বেশ ভালো খেলছিল। তবে জেতার পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে দল মজবুত করাই যে লক্ষ্য, সে কথা জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। গত দু-ম্যাচে বেশ কিছু পরিবর্তন করেছেন। বিশেষ করে বলতে হয় রক্ষণ ভাগের কথা। রক্ষণের সেট-আপ ভাঙলে সমস্যা হওয়ারই কথা। ভবিষ্যতের কথা ভাবলে, কার্লেসের এই পরিকল্পনা উড়িয়েও দেওয়া যায় না।

ISL, East Bengal: হারের হ্যাটট্রিক আটকানোর লড়াই ইস্টবেঙ্গলের, সামনে জয়হীন হায়দরাবাদ
Image Credit source: EAST BENGAL
Follow Us:
| Updated on: Feb 17, 2024 | 8:00 AM

নতুন বছরের শুরুটা ভালো বলা যায় ইস্টবেঙ্গলের। এই মরসুমটা ভালোই কাটছিল। অন্তত গত কয়েক বছরের নিরিখে খুবই ভালো পারফরম্যান্স। কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। দীর্ঘ ১২ বছর পর ইস্টবেঙ্গলে সর্বভারতীয় স্তরের ট্রফি এসেছে। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে নতুন বছর কোনও জয় আসেনি ইস্টবেঙ্গলের। আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল কলকাতা ডার্বি দিয়ে। সেই ম্যাচে দু-বার এগিয়ে থেকেও ড্র। গত দু-ম্যাচে হার। আইএসএলে আজ হারের হ্যাটট্রিক আটকানোই চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হায়দরাবাদের ঘরের মাঠে ম্যাচ। ইস্টবেঙ্গলের কাছে সে কারণেই যেন কঠিন পরীক্ষা। কার্লেস কুয়াদ্রাতের দল বেশ ভালো খেলছিল। তবে জেতার পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে দল মজবুত করাই যে লক্ষ্য, সে কথা জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। গত দু-ম্যাচে বেশ কিছু পরিবর্তন করেছেন। বিশেষ করে বলতে হয় রক্ষণ ভাগের কথা। রক্ষণের সেট-আপ ভাঙলে সমস্যা হওয়ারই কথা। ভবিষ্যতের কথা ভাবলে, কার্লেসের এই পরিকল্পনা উড়িয়েও দেওয়া যায় না।

ইন্ডিয়ান সুপার লিগ। মোহনবাগানের কাছে হারের পর এমনই একটা ক্যাপশন দিয়েছিল হায়দরাবাদ। তাদের টিমে সব ভারতীয় প্লেয়ার। বিদেশি ছাড়া দল নিয়েও মরিয়া লড়াই করছে। কলিঙ্গ সুপার কাপে ভালো পারফর্ম করেছিল। তবে এ বারের আইএসএলে এখনও অবধি জয়ের মুখ দেখেনি হায়দরাবাদ। আর্থিক সমস্যায়ও জর্জরিত। যদিও কিছু ম্যাচে তাদের পারফরম্যান্স জয়ের চেয়েও বেশি আনন্দের বলা যায়। ফলে ইস্টবেঙ্গলের কাছে লড়াইটা একেবারেই সহজ হবে না। আবার অন্য দিক থেকে বলা যায়, ইস্টবেঙ্গলের কাছে এটাই সুযোগ জয়ে ফেরার। পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার।

ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি, সন্ধ্যা ৭.৩০, স্পোর্টস ১৮-এ সম্প্রচার, জিও সিনেমায় স্ট্রিমিং