Euro 2024: সুপারস্টারকে ছাড়াই যাত্রা শুরু করছে পোল্যান্ড, সামনে ডাচ ডিফেন্স

Poland vs Netherlands Preview: ইউরো কাপে খেলছে ২৪টি দল। এর মধ্যে সকলের শেষে যোগ্যতা অর্জন করেছিল পোল্যান্ড। যোগ্যতা অর্জনের শেষ ধাপে ওয়েলসের বিরুদ্ধে নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল গোলশূন্য। টাইব্রেকারে লেওয়ানডস্কি লিডারের মতোই পারফর্ম করেন। প্রথম কিকেই গোল। এরপর আর পিছন ফিরে তাকায়নি পোল্যান্ড। তবে মূল পর্ব সহজ নয়। অন্তত লেওয়ানডস্কিকে ছাড়া তো নয়ই।

Euro 2024: সুপারস্টারকে ছাড়াই যাত্রা শুরু করছে পোল্যান্ড, সামনে ডাচ ডিফেন্স
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jun 16, 2024 | 11:00 AM

ক্যাপ্টেন। টিমের সেরা প্লেয়ার। সুপারস্টার। তাঁকে ছাড়াই ইউরো কাপে আজ যাত্রা শুরু করছে পোল্য়ান্ড। সামনে ডাচ ডিফেন্স। বিশ্ব ফুটবলে ডিফেন্সের ক্ষেত্রে সব সময় আলোচনায় থাকে নেদারল্যান্ডস। তাদের বিরুদ্ধে নামছে পোল্যান্ড। কিন্তু চোটের কারণে ক্যাপ্টেন রবার্ট লেওয়ানডস্কিকে পাবে না পোল্যান্ড। তাতে অবশ্য চিন্তিত হতে নারাজ পোলিশ শিবির। লেওয়ানডস্কিকে ছাড়াই প্রতিপক্ষর ডিফেন্স ভাঙতে মরিয়া পোল্যান্ড।

ইউরো কাপে খেলছে ২৪টি দল। এর মধ্য়ে সকলের শেষে যোগ্য়তা অর্জন করেছিল পোল্যান্ড। যোগ্যতা অর্জনের শেষ ধাপে ওয়েলসের বিরুদ্ধে নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল গোলশূন্য। টাইব্রেকারে লেওয়ানডস্কি লিডারের মতোই পারফর্ম করেন। প্রথম কিকেই গোল। এরপর আর পিছন ফিরে তাকায়নি পোল্যান্ড। তবে মূল পর্ব সহজ নয়। অন্তত লেওয়ানডস্কিকে ছাড়া তো নয়ই। কারণ, নেদারল্যান্ডস যোগ্যতা অর্জনের পথে হারিয়েছে ফ্রান্সের মতো টিমকে।

তুরস্কের বিরুদ্ধে ওয়ার্ম আপে ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন লেওয়ানডস্কি। বার্সেলোনার এই তারকা ফুটবলার দ্রুতই ফিরবেন, আশাবাদী পোলিশ শিবির। পোল্যান্ড শিবিরে আরও একজনের চোট। ইউক্রেনের বিরুদ্ধে ওয়ার্ম ম্যাচে চোট পেয়েছিলেন আক্রমণ ভাগের অভিজ্ঞ খেলোয়াড় আর্কাদিয়ুস মিলিক। তাদের চেয়েও খারাপ পরিস্থিতি নেদারল্যান্ডসের। কার্যত পুরো মিডফিল্ডকেই চোটের জন্য পাচ্ছে না ডাচ শিবির। সবচেয়ে বড় মিস ফ্র্যাঙ্কি ডি অং। যার কারণে, ছুটির মাঝপথেই ডাক পড়েছে ইয়ান মাস্তেন ও জোসুয়া জিরকজের।

পোল্যান্ড শিবিরে সবচেয়ে বেশি অপেক্ষা লেওয়ানডস্কির জন্যই। কোচ মাইকেল প্রবিয়ের বলছেন, ‘ও ক্রমশ সুস্থ হয়ে উঠছে। আমরা আশা করছি, অস্ট্রিয়া ম্যাচ থেকেই রবার্টকে পাওয়া যাবে।’