Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Man City Footballer: ‘১০ হাজার মহিলার সঙ্গে শুয়েছি’, ম্যান সিটির প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তোলপাড়

Manchester City Ex Footballer: ধর্ষণের অভিযোগ ওঠার পর দিন ২০২১ সালের ১৫ অগস্ট থেকে তাঁকে খেলায়নি ম্যান সিটি। ফ্রান্সের এই ডিফেন্ডার দেশের হয়ে শেষ খেলেছেন ২০১৯ সালে। ২০১৯ সালে রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য।

Man City Footballer: ‘১০ হাজার মহিলার সঙ্গে শুয়েছি’, ম্যান সিটির প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তোলপাড়
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 3:05 AM

লন্ডন: ফরাসি ক্লাব মোনাকো থেকে ২০১৭ সালে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেন। ম্যাঞ্চেস্টার সিটির সদ্য প্রাক্তন ডিফেন্ডারের বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ এবং আর একটি ধর্ষণের চেষ্টার অভিযোগ। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১০ হাজার মহিলার সঙ্গে সহবাস করেছেন ম্যান সিটির তারকা ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডি। গত কাল ম্যান সিটির সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়েছে। গত মরসুমে ত্রি-মুকুট জয়ী ম্যান সিটি ডিফেন্ডার কোন পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের অক্টোবরে চেশায়ারে নিজের ম্যানসনে একজন ২৪ বছরের তরুণীর ওপর আক্রমণ করেন বেঞ্জাবিন। তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগ। আরও একজনকে ধর্ষণের অভিযোগও রয়েছে বেঞ্জামিনের বিরুদ্ধে। শুধু তাই, ধর্ষণ করে সেই মহিলাকে বেঞ্জামিন বলেন, ‘এটা কোনও ব্যাপার নয়, আমি ১০ হাজার মহিলার সঙ্গে সেক্স করেছি।’ কোর্টে নাকি জানিয়েছেন মেন্ডি! এমনটাই দাবি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং দ্য গার্ডিয়ানের।

এ বছর জানুয়ারিতে চেস্টার ক্রাউন কোর্টে বেঞ্জাবিন মেন্ডির শুনানি ছিল। তিন জন করে মহিলা ও পুরুষ বিচারক মন্ডলী অবশ্য বেঞ্জামিনের বিরুদ্ধে কোনও প্রমাণ পাননি। এমনটা জানিয়েছিলেন, চেস্টার ক্রাউন কোর্টের প্রধান বিচারপতি। গত ২৬ জুন আরও দুটি অভিযোগের ভিত্তিতে নতুন করে বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি। এখনও অবধি এর কোনও রায় বেরোয়নি।

ফরাসি ক্লাব মোনাকো থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিতে এত দিন খেলেছেন। যদিও চোট এবং ফর্মের জন্য সিটির হয়ে এত বছরে মাত্র ৭৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মেন্ডি। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিন ২০২১ সালের ১৫ অগস্ট থেকে তাঁকে খেলায়নি ম্যান সিটি। ফ্রান্সের এই ডিফেন্ডার দেশের হয়ে শেষ খেলেছেন ২০১৯ সালে। ২০১৯ সালে রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য।