এবার বাতিল অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

করোনার কোপ এবার অনুর্ধ্ব-১৭ ও অনুর্ধ্ব-২০ বিশ্বকাপেও।

এবার বাতিল অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2020 | 2:36 PM

করোনার (COVID-19) ধাক্কায় এবার বাতিল ফিফা (FIFA) অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ (U17 and U20 World Cup)। বর্তমান পরিস্থিতিতে কোনও বিশ্বব্যাপী প্রতিযোগিতা আয়োজন সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এক বার্তায় এমনই জানাল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২১ সালের অক্টোবরে ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল মে-জুন মাসে।

করোনার দাপটে থেকে বিশ্ব এখনও নিস্তার পায়নি। খেলা শুরু হলেও অধিকাংশ দেশ এখনও মাঠে দর্শকদের ঢোকার অনুমতি দেয়নি। একাধিক দেশ এখনও পরিবহন ব্যবস্থা নিয়ে বিধি নিষেধ আরোপ করে রেখেছে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও নানান নিষেধাজ্ঞা। সঙ্গে আছে বায়ো-সিকিওর বাবল, কোয়ারেন্টিন সহ নানান করোনা বিধি। এই পরিস্থিতিতে বিশ্বকাপের মত ইভেন্ট আয়োজন করা সম্ভব নয়। তাই বিশ্বকাপ বাতিল করা ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই তাদের সামনে, জানিয়েছে ফিফা।

২০২১ সালের বদলে ২০২৩ সালে আয়োজন করা হবে দুটি টুর্নামেন্ট। দিন বদল হয়ে গেলেও ভেনু বদল হচ্ছে না। ফিফা তাঁদের বিবৃতিতে জানিয়েছে, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ হবে ইন্দোনেশিয়ায় এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হবে পেরুতে।