FIFA World Cup 2022 Live: ফুলটাইম- নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর ১-১
World Cup 2022 Matches Live Score Updates in Bengali: আজ কাতার বিশ্বকাপের ষষ্ঠ দিন। বিশ্বকাপের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র লাইভ ব্লগে।
দোহা: বৃহস্পতিবার রাতে পর্তুগাল-ঘানার রুদ্ধশ্বাস লড়াই, রোনাল্ডোর নজির, ব্রাজিলের অনবদ্য জয়, রিচর্লিসনের বিশ্বমানের গোল দেখেছে ফুটবল বিশ্ব। কাতারে আরও একটা নতুন দিন আয়োজক কাতারের জন্য দুঃস্বপ্নের। কাতার বিশ্বকাপের আজ ষষ্ঠ দিন। নেমেছিল নেদারল্যান্ডস, ইকুয়েডর, কাতার, সেনেগালের মতো দলগুলি। এরপর নামছে ইংল্যান্ড ও আমেরিকা। উদ্বোধনী ম্যাচের ধাক্কা কাটিয়ে আয়োজক কাতার ঘুরে দাঁড়াবে কিনা, এমনটাই প্রশ্ন ছিল। কিন্তু ঘুরে দাঁড়াতে পারল না কাতার। সেনেগালের কাছে ১-৩ ব্য়বধানে হারে কাতার। গ্রুপ এ-র অন্য ম্যাচে নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর ১-১ ড্র হতেই আয়োজক কাতারের বিদায় নিশ্চিত হয়ে গেল। এরপর শুধুই মর্যাদা রক্ষার ম্যাচ বাকি রইল তাদের। প্রথম ম্যাচে ড্রয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে ব্য়র্থ গ্যারেথ বেলের ওয়েলস। ইরানের কাছে ০-২ ব্যবধানে হার ওয়েলসের।
LIVE NEWS & UPDATES
-
এক নজরে…
- গ্রুপ এ-তে দিনের প্রথম ম্যাচে আয়োজক কাতারকে ৩-১ গোলে হারায় সেনেগাল।
- কার্যত সে সময়ই বিদায় নিশ্চিত হয়ে যায়, কাতারের বিদায়।
- গ্রুপ এ-র এ দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্য়ান্ডস বনাম ইকুয়েডর ম্যাচ শেষ হল ১-১।
- ম্যাচের ৬ মিনিটে নেদারল্য়ান্ডসকে এগিয়ে দিয়েছিলেন তরুণ স্ট্রাইকার কোডি গাকপো।
- ইকুয়েডরের ত্রাতা ফের অধিনায়ক এনার ভ্য়ালেন্সিয়া। ম্যাচের ৪৯ মিনিটে সমতা ফেরান।
- শেষ অবধি দু-দলই ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
- এই ম্যাচের পর সরকারিভাবে কাতারের বিদায়।
- দিনের অন্য ম্যাচে গ্রুপ বি-তে ওয়েলসকে হারিয়ে দিয়েছে ইরান।
- এ বারের বিশ্বকাপে প্রথম রেড কার্ড। ওয়েলস গোলরক্ষক মাঠ ছাড়তেই ১০ জনে পরিণত হয় ওয়েলস।
- রোজবে চেশমি, রামিন রেজায়েনের গোলে ২-০ ব্য়বধানে জয়ী ইরান।
- এরপর মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
-
ম্যাচের আর ১০ মিনিট
- নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর ম্যাচের আর ১০ মিনিট বাকি।
- মাত্র ৬ মিনিটেই নেদারল্যান্ডসকে এগিয়ে দিয়েছিলেন কোডি গাকপো।
- ৪৯ মিনিটে সমতা ফেরান ইকুয়েডর অধিনায়ক এনার ভ্য়ালেন্সিয়া।
-
-
বিগ ব্রেকিং
চোটের কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বের পরের ২ ম্যাচে নেই নেইমার।
পড়ুন বিস্তারিত- FIFA World Cup 2022: গোড়ালির চোট গ্রুপ পর্ব থেকে ছিটকে দিল নেইমারকে
-
কোডির গোল
ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচের ছয় মিনিটের মাথায় কোডির গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস।
-
শুরু হল আজকের তৃতীয় ম্যাচ
ইকুয়েডর বনাম নেদারল্যান্ডস ম্যাচের বল মাঠে গড়াল।
-
-
সেনেগালের ৩ পয়েন্ট
কাতারের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে ৩ পয়েন্ট পকেটে পুরল সেনেগাল। আয়োজক দেশের বিশ্বকাপ সফরটা ভালো যাচ্ছে না। এই প্রথম বার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে কাতার।
-
গোওওলল..
কাতারের বিরুদ্ধে ৮৪ মিনিটের মাথায় বাম্বা ডিয়েংয়ের গোলে ফের এগিয়ে গেল সেনেগাল
-
গোওওললল….
৭৮ মিনিটের মাথায় কাতারের হয়ে এক গোল শোধ করলেন মহম্মদ মুনতারি
-
গোওওওললল…
কাতারের বিরুদ্ধে ৪৮ মিনিটের মাথায় ফামারা ধিয়েধুর গোলে ব্যবধান বাড়াল সেনেগাল।
-
হাফ টাইম
প্রথম পর্ব শেষ। প্রথম পর্বে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করল সেনেগাল।
-
সেনেগালের গোল
৪১ মিনিটের মাথায় বুলায়ে দিয়ার গোলে এগিয়ে গেল সেনেগাল।
-
ম্যাচ শুরু
কাতার বনাম সেনেগাল ম্যাচের বল গড়াল মাঠে। আয়োজক দেশ কাতার কি আজ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে?
-
আল থুমামা স্টেডিয়ামে ফ্যানেদের উচ্ছ্বাস
কাতার-সেনেগাল ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। আল থুমামা স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস দেখার মতো।
Plenty of #QAT & #SEN fans at Al Thumama Stadium ? pic.twitter.com/sO2Rql2jaj
— FIFA World Cup (@FIFAWorldCup) November 25, 2022
-
কাতার-সেনেগাল ম্যাচের প্রথম একাদশ
৬.৩০ মিনিটে শুরু হবে কাতার বনাম সেনেগাল ম্যাচ।
দেখুন কাতারের প্রথম একাদশ –
Here’s our starting lineup for today’s #FIFAWorldCup group stage second round game against Senegal#AllForAlAnnabi ? #Qatar2022 #AlAnnabi pic.twitter.com/J4NAv6JkOL
— Qatar Football Association (@QFA_EN) November 25, 2022
দেখুন সেনেগালের প্রথম একাদশ –
Onze de départ | #football #senegal pic.twitter.com/9VDgvNMdfZ
— Football Senegal (@FootballSenegal) November 25, 2022
-
ইরানের জয়ের সেলিব্রেশনের মুহূর্ত
ওয়েলসের বিরুদ্ধে সংযুক্ত সময়ে ২-০ গোলে জেতার পর ইরানের প্লেয়াররা মাতল সেলিব্রেশনে।
Pure Jubilation ??#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/Vt0DtsmXGB
— FIFA World Cup (@FIFAWorldCup) November 25, 2022
-
ফুলটাইম, জিতল ইরান
নির্ধারিত ৯০ মিনিটে গোল হয়নি। সংযুক্তি সময়ে হিসেব পাল্টে দিল ইরান। ১০ জনের ওয়েলসকে পেয়ে শেষমুহূর্তে জোড়া গোল করে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল ইরান।
-
আবার গোল….
সংযুক্তি সময়ে জোড়া গোল ইরানের। এ বার স্কোরশিটে নাম রামিম রেজাইয়ানের।
-
গোওওওলললল….
সংযুক্তি সময়ে গোল ইরানের গোল। গোল করলেন রোজবে চেশমি।
-
কাতারে প্রথম লালকার্ড
লাল কার্ড দেখলেন ওয়েলসের ওয়েনস হেনসে। চলতি ফুটবল বিশ্বকাপের প্রথম লাল কার্ড এটি। ১০ জনে নেমে এল ওয়েলস।
-
আনলাকি ইরান
ফের হতাশা ইরান শিবিরে। আলি ঘোলিজাদেহর শট গোল পোস্টে লেগে ফিরে এল।
-
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
আহমেদ বিন আলি স্টেডিয়ামে শুরু হল ইরান বনাম ওয়েলস ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা।
-
প্রথমার্ধ শেষ
প্রথমার্ধের খেলা শেষ। বল পজেশনে এগিয়ে থাকলেও সেভাবে ভালো সুযোগ তৈরি করতে পারেনি ওয়েলস। খেলার ফলাফল ওয়েলস ০-০ ইরান।
-
সহজ সেভ হোসেইনির
গ্যারেথ বেলের দুর্বল শট সহজে আটকে দিলেন ইরান গোলকিপার হোসেন হোসেইনি। বিপদ এড়াল ইরান।
-
ইরানের গোল বাতিল
ম্যাচের ১৬ মিনিটের মাথায় গোল করেন ইরানের ঘোলিজাহিদ। অফসাইডের কারণে ভিএআরে ইরানের গোল বাতিল হয়ে যায়।
-
শুরু হল ওয়েলস-ইরান ম্যাচ
ওয়েলস-ইরান ম্যাচের বল গড়াল মাঠে।
-
জাতীয় সঙ্গীত গাইছেন দুই দলের ফুটবলাররা
আর ৫ মিনিট পর শুরু হবে আজকের প্রথম ম্যাচ। জাতীয় সঙ্গীত গাইছেন দুই দলের ফুটবলাররা
-
ওয়েলস ও ইরানের প্রথম একাদশ
দেখে নিন ওয়েলস বনাম ইরান ম্যাচের লাইন আপ
Today's line-ups for ?????????? are in!#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) November 25, 2022
-
অতিরিক্ত ঠাণ্ডা করে দেওয়া হয়েছে কাতারের স্টেডিয়ামকে
বিশ্বকাপের প্রথম ম্যাচেই জাপানের কাছে বড় ধাক্কা খেয়েছে জার্মানি। অঘটনের কাতারে সূর্যোদয় হয়েছে জাপানের। এই হারের মধ্যেই জার্মানির এক ফুটবলার স্ত্রী ক্রিশ্চিয়ানা জিন্টার তুলে দিলেন নতুন বিতর্ক।
পড়ুন বিস্তারিত – FIFA World Cup 2022: এ বার তীব্র সমালোচনার মুখে কাতারের স্টেডিয়ামও!
-
রংধনু টুপি-পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলল?
ফিফার পক্ষ থেকে স্টেডিয়ামের ভেতরে রংধনু রঙের গোল টুপি এবং পতাকা নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
FIFA has given the go-ahead for rainbow-coloured bucket hats and flags inside the stadium as Wales and England gear up for their second World Cup games.
— Sky Sports News (@SkySportsNews) November 25, 2022
-
নজর রাখবেন আজ যে ক’টি ম্যাচে
আজ কাতার বিশ্বকাপের ষষ্ঠ দিন। প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গিয়েছে। আজ মোট ৪টি ম্যাচ দেখতে পাবে ফুটবলপ্রেমীরা।
Brace yourselves, we could confirm our first team in the knockouts today! ??#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) November 25, 2022
-
ওয়েলসের ট্রেনিংয়ের ভিডিয়ো দেখুন
অনুশীলনে একসঙ্গে খুনসুটি করতে দেখা গেল গ্যারেথ বেল ও অ্যারন রামসেকে।
Gareth Bale and Aaron Ramsey looking sharp in training! ?
??????? How will the @Cymru duo fare against IR Iran today? #FIFAWorldCup pic.twitter.com/HKalCPAVvq
— FIFA World Cup (@FIFAWorldCup) November 25, 2022
-
রোনাল্ডোর প্রতিক্রিয়া
পর্তুগালের জয়ের পর কী বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
Proud of his side after their first match at #Qatar2022 ?
Hear from the @Budweiser Player of the Match, @Cristiano ?#YoursToTake #Budweiser #POTM @budfootball pic.twitter.com/bldC9mFauZ
— FIFA World Cup (@FIFAWorldCup) November 24, 2022
-
লড়াইয়ে আজ ইংল্যান্ডও
বিশ্বকাপে আজ আমেরিকা-ইংল্যান্ডের লড়াই।
ডিফেন্স অস্বস্তি নিয়েই ‘আন্ডারডগ’ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড
-
তিনি ছিলেন, থাকবেন
ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরকালীন বাস তাঁর। ফুটবলের রাজপুত্রের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
-
খলিফা স্টেডিয়ামে বাজিমাত কার?
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস ও ইকুয়েডর
-
রিচার্লির সেই গোল
রিচার্লিসনের চোখ ধাঁধানো গোল আরও একবার দেখে নিন।
Richarlison! What have you done?! ?#FIFAWorldCup | @richarlison97 pic.twitter.com/kCKFdlINXq
— FIFA World Cup (@FIFAWorldCup) November 24, 2022
-
মুখোমুখি ইরান ও ওয়েলস
দুটি দলই কাতারে নিজেদের প্রথম জয়ের খোঁজে। বিস্তারিত পড়ুন এখানে–
-
শঙ্কা বাড়াচ্ছেন নেইমার
ব্রাজিলের দারুণ জয়ে কাঁটার মতো বিঁধে রইল নেইমারের গোড়ালির আঘাত।
গোড়ালি মচকে গিয়েছে! নেইমারকে নিয়ে কতটা আশঙ্কায় ব্রাজিল শিবির?
-
ব্রাজিল-সার্বিয়া ম্যাচে কী ঘটল?
ব্রাজিল-সার্বিয়া ম্যাচের রিপোর্ট পড়ে নিন এখানে–
Published On - Nov 25,2022 9:25 AM