AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2022 Highlights: বিশ্বকাপের নক আউটে পৌঁছে গেল ডাচরা ও সেনেগাল

| Edited By: | Updated on: Nov 29, 2022 | 11:19 PM
Share

World Cup 2022 Matches Live Score Updates in Bengali: আজ কাতার বিশ্বকাপের দশম দিন। বিশ্বকাপের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র লাইভ ব্লগে।

FIFA World Cup 2022 Highlights: বিশ্বকাপের নক আউটে পৌঁছে গেল ডাচরা ও সেনেগাল
কাতার বিশ্বকাপের লাইভ আপডেট

দোহা: দেখতে দেখতে কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) দ্বিতীয় সপ্তাহ চলছে। যত দিন এগোচ্ছে, মধ্য প্রাচ্যের দেশটিতে ফুটবল জ্বর আরও জাঁকিয়ে বসছে। সূচি অনুযায়ী আজ পরপর চারটে ম্যাচ রয়েছে। সপ্তাহের দ্বিতীয় দিন, মঙ্গলবার গ্রুপ-এ এবং গ্রুপ-বি এর চারটি করে মোট আটটি দলের ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৮.৩০ মিনিটে একদিকে হল ইকুয়েডর ও সেনেগাল ম্যাচ। এবং একই সময় নেদারল্যান্ডসও নেমেছিল আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে। নেদারল্যান্ডস আয়োজক কাতারের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে। কাতারের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল ডাচরা। অন্য ম্যাচে ইকুয়েডরকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়ে শেষ-১৬তে উঠেছে সেনেগাল। এরপর গভীর রাতে (রাত ১২.৩০) ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের লড়াই। একইসময়ে নামবে ওয়েলস ও ইংল্যান্ডও। দ্বিতীয় রাউন্ড পর্ব শেষ। তৃতীয় রাউন্ডের পর পাওয়া যাবে এ বারের বিশ্বকাপের নক আউটে উঠবে কোন কোন দল। ম্যাচের বাইরেও বিশ্বকাপের সমস্ত আপডেট থাকবে টিভি৯ বাংলার অপর এক লাইভ পেজে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Nov 2022 10:30 PM (IST)

    শেষ-১৬-তে সেনেগালও

    ইকুয়েডরের বিরুদ্ধে এ গ্রুপের শেষ ম্যাচে ২-১ গোলে জিতে শেষ-১৬তে উঠে গেল সেনেগালও।

  • 29 Nov 2022 10:29 PM (IST)

    নক আউটে নেদারল্যান্ডস

    কাতার বিশ্বকাপের নক আউটে পৌঁছে গেল নেদারল্যান্ডস। আয়োজক দেশ কাতারকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ-১৬-তে পৌঁছে গেল ডাচরা।

  • 29 Nov 2022 09:43 PM (IST)

    চলছে গ্রুপ এ-তে চার দলের লড়াই

    • আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস।
    • অন্যদিকে ইকুয়েডরকে ১ গোল দিয়েছে সেনেগাল।
  • 29 Nov 2022 06:34 PM (IST)

    এই সুন্দরীরা আজ দ্যুতি ছড়াবেন কাতারের স্টেডিয়ামে

    আজ ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ওয়েলসের। সেই ম্যাচে গ্যালারিতে বেলদের জন্য গলা ফাটাবেন ওয়েলসের সুন্দরী ওয়াগসরা।

    বিস্তারিত- FIFA World Cup 2022: বেলদের সমর্থনে গ্যালারিতে গলা ফাটাবেন ওয়েলসের সুন্দরী ওয়াগসরা

  • 29 Nov 2022 03:54 PM (IST)

    আজ নজরে এই চার ম্যাচ

  • 29 Nov 2022 01:36 PM (IST)

    করোনার পর এখন নতুন আতঙ্ক ‘ক্যামেল ফ্লু’?

    এটি কি জানেন?

    বিশ্ব এখন কাঁপছে ফুটবল জ্বরে। তারই মাঝে উদ্বেগ তৈরি করল ‘ক্যামেল ফ্লু’। ফুটবল বিশ্বকাপের মাঝে আবারও এক অতিমারি ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই ‘ক্যামেল ফ্লু’-এর জেরে লন্ডভন্ড হয়ে যেতে পারে কাতারের ফুটবল বিশ্বকাপ। করোনার পর এখন নতুন আতঙ্ক এই ‘ক্যামেল ফ্লু’।

    পড়ুন বিস্তারিত – Camel Flu: কাতারের উটের সূত্র ধরেই কি পরবর্তী অতিমারি ছড়ানোর আশঙ্কা? সতর্কবার্তা হু-র

  • 29 Nov 2022 01:30 PM (IST)

    গতকালের ৪ ম্যাচের ৪ সেরা প্লেয়ার

    আপনার প্রিয় তারকা কি রয়েছেন এই চার জনের মধ্যে?

  • 29 Nov 2022 01:27 PM (IST)

    কোন গোল মন কেড়েছে আপনার?

    এক ঝলকে দেখে নিন চলতি কাতার বিশ্বকাপের সবক’টি গোল

  • 29 Nov 2022 11:35 AM (IST)

    আজ ড্র-ই যথেষ্ট থ্রি লায়ন্সদের

    বিশাল ব্যবধানে জিতলেও অন্য ম্য়াচের ফল এবং অঙ্কের জন্য অপেক্ষা করতে হবে গ্য়ারেথ বেলের নেতৃত্বাধীন ওয়েলসকে

    পড়ুন বিস্তারিত- WAL vs ENG FIFA WC Match Preview: ড্র করলেই নকআউটে ইংল্যান্ড, জিতলেও অঙ্ক ওয়েলসের

  • 29 Nov 2022 11:15 AM (IST)

    আজ সম্মুখ সমরে ইরান-আমেরিকা

    আল থুমামা স্টেডিয়ামে আজ গ্রুপ-বি-এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র।

    পড়ুন বিস্তারিত: IRN vs USA, FIFA WC Match Preview: ইরানের বিরুদ্ধে ১৯৯৮ বিশ্বকাপের পুনরাবৃত্তি চায় না মার্কিন যুক্তরাষ্ট্র

  • 29 Nov 2022 10:55 AM (IST)

    ডাচদের বিরুদ্ধে আয়োজক দেশের লড়াই কেমন হবে, পড়ুন প্রিভিউ

    কাতারের আল বায়েত স্টেডিয়ামে নেদারল্যান্ডস তাদের শেষ গ্রুপ-পর্যায়ের ম্যাচে নামতে চলেছে।

    পড়ুন বিস্তারিত – NED vs QAT FIFA WC Match Preview: কাতারের বিরুদ্ধে ম্যাচ নেদারল্যান্ডসের জন্য কেন গুরুত্বপূর্ণ?

  • 29 Nov 2022 10:35 AM (IST)

    আজ রয়েছে ইকুয়েডর-সেনেগাল ম্যাচ, পড়ুন প্রিভিউ

    ইকুয়েডরের সঙ্গে ড্র করলেও বিশ্বকাপ স্বপ্নে ইতি ঘটবে সেনেগালের।

    পড়ুন বিস্তারিত – ECU vs SEN FIFA WC Match Preview: গ্রুপ ওপেন, ইকুয়েডর পরীক্ষার সামনে সেনেগাল

  • 29 Nov 2022 10:25 AM (IST)

    কীভাবে নক আউটে পর্তুগাল?

    প্রথমার্ধ গোলশূন্য, দ্বিতীয়ার্ধে অনবদ্য কিছু গোল এবং জয়। পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচের বিস্তারিত রিপোর্ট TV9Bangla-য়

    পড়ুন বিস্তারিত – POR vs URU Match Report: দ্বিতীয়ার্ধে ব্রুনোর জোড়া গোল, নকআউটে পর্তুগাল

  • 29 Nov 2022 10:05 AM (IST)

    আজকের সূচি

    • কাতার বিশ্বকাপে আজ পরপর চারটে ম্যাচ রয়েছে।
    • যদিও দু’টি করে ম্যাচ একই সময়ে রয়েছে।
    • আজ, সপ্তাহের দ্বিতীয় দিন, মঙ্গলবার গ্রুপ-এ এবং গ্রুপ-বি এর চারটি করে মোট আটটি দলের ম্যাচ রয়েছে।
    • সন্ধ্যা ৮.৩০ মিনিটে একদিকে শুরু হবে ইকুয়েডর ও সেনেগাল ম্যাচ এবং একই সময় নেদারল্যান্ডসও নামবে আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে।
    • এরপর গভীর রাতে (রাত ১২.৩০) ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের লড়াই। একইসময়ে নামবে ওয়েলস ও ইংল্যান্ডও।

Published On - Nov 29,2022 10:00 AM