Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Football: ব়্যাঙ্কিং ভুলে যান, পাকিস্তান ম্যাচের আগে বার্তা স্টিমাচের

SAFF Football-Igor Stimac: মরিশাসে চার দলীয় টুর্নামেন্টে অংশ নিয়েছে পাকিস্তান। তিন ম্যাচেই হার পাকিস্তানের। সাফ চ্যাম্পিয়নশিপে তারা কোনও চমক দিতে পারে কীনা, সেটাই দেখার।

Indian Football: ব়্যাঙ্কিং ভুলে যান, পাকিস্তান ম্যাচের আগে বার্তা স্টিমাচের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 6:14 PM

বেঙ্গালুরু: হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ বার সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চলেছে ভারত-পাকিস্তান। কন্টিনেন্টাল কাপের ফাইনালে লেবাননকে ২-০ ব্যবধানে হারিয়েছে ভারত। ৪৬ বছরে প্রথম বার লেবাননের বিরুদ্ধে জয়। ফিফা ক্রমতালিকায় এগিয়ে থাকা দলের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্সে বাড়তি আত্মবিশ্বাস ভারতীয় শিবিরে। সাফ চ্যাম্পিয়নশিপে নামার আগে সতর্ক ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। প্রতিপক্ষের ফিফা ব়্যাঙ্কিং নয়, নিজেদের উন্নতিতে জোর দেওয়ার বার্তা কোচের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ এ-তে রয়েছে ভারত। একই গ্রুপে রয়েছে পাকিস্তান, নেপাল ও কুয়েত। গ্রুপের বাকি সব দলই ভারতের তুলনায় ফিফা ক্রমতালিকায় পিছিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ বলছেন, ‘ফিফা ক্রমতালিকা ভুলে যান। আমাদের গ্রুপের প্রতিটা দলই স্পেশাল। চারটি দলই দক্ষ এবং আকর্ষণীয় পারফরম্যান্স দেখা যাবে। সমর্থকদের জন্য উপভোগ্য হয়ে উঠবে এই টুর্নামেন্ট। আমাদের গ্রুপ যথেষ্ঠ শক্তিশালী এবং কঠিন প্রতিপক্ষ রয়েছে।’

লেবাননের মতো দলকে ফাইনালে হারিয়ে কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় দলের মেজাজ যে ফুরফুরে, স্বীকার করে নিলেন সুনীলদের কোচ। ফাইনালে প্রথমার্ধে গোল হয়নি। বিরতিতে সতীর্থদের পেপটক দেন অধিনায়ক সুনীল ছেত্রী। তিনিই গোলের খাতা খোলেন। আর একটি গোল ছাংতের। ইগর স্টিমাচ বলছেন, ‘ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর শিবিরের মেজাজ ফুরফুরে। খুশি হওয়ার মতোই পরিস্থিতি। কোচিং স্টাফ হিসেবে, আমরা শুধু জয়ের পথ দেখাতে পারি। মাঠে নামার পর প্লেয়াররা কেমন খেলবে, ওদের ওপরই নির্ভর করে।’

লেবাননের মতো শক্তিশালী দলকে হারানোর পর সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই সামনে পাকিস্তান। ভারতীয় দলের হেড কোচ অবশ্য সতর্ক। বলছেন, ‘টুর্নামেন্টে চমক হয়ে দেখা দিতে পারে পাকিস্তান। ওদের দল খুবই ভালো। সম্প্রতি ওরা কেমন পারফর্ম করেছে সেটা নিয়ে না ভাবাই শ্রেয়।’ মরিশাসে চার দলীয় টুর্নামেন্টে অংশ নিয়েছে পাকিস্তান। তিন ম্যাচেই হার পাকিস্তানের। সাফ চ্যাম্পিয়নশিপে তারা কোনও চমক দিতে পারে কীনা, সেটাই দেখার।