Mohun Bagan: ‘একসঙ্গে জার্সি ডিজাইন করব,’ সমর্থকদের বার্তা মোহনবাগানের
Mohun Bagan Super Giant Jersey: মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে বার্তা, ‘এটা আমাদের জার্সি। সকলে মিলেই ডিজাইন করব।’

কলকাতা: ক্লাবের জন্য সবচেয়ে জরুরি সমর্থকরা। সেটা ভালো ভাবেই বুঝতে পেরেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। মোহনবাগানের নামের আগে এটিকে থাকায় সমর্থকদের বড় একটা অংশ ক্ষুব্ধ ছিল। বারবার প্রতিবাদ করেছেন। শুধু তাই নয়, গত মরসুমে একটা সময় পর আন্দোলনে সাড়া না পেয়ে টিমের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সমর্থকদের বড় অংশ। যুবভারতী খেলা থাকলেও গ্যালারিতে কার্যত খালি থাকছিল। নতুন মরসুমের আগে সমর্থকদের আন্দোলনের সুফল মিলেছে। এ বার সমর্থকদের জন্য আরও একটা খুশির খবর। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সমর্থকরা না থাকলে ক্লাবের অস্তিত্ব যে সঙ্কটে পড়বে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েই অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেন, মোহনবাগান নামের সামনে আর এটিকে থাকবে না। সমর্থকরা ভীষণ খুশি হয়েছিলেন এই সিদ্ধান্তে। নতুন মরসুমে সবুজ মেরুন খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট নামে। টিমের বিষয়ে সমর্থকদেরও পরামর্শ থাকতে পারে। মোহনবাগান এ বার সেই পথেই। বিশ্বের নানা ক্লাবে এমনটা হয়। টিমের জার্সি কেমন হবে, পরামর্শ দেন সমর্থকরাও। এ বার মোহনবাগানেও তাই হবে।
মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে বার্তা, ‘এটা আমাদের জার্সি। সকলে মিলেই ডিজাইন করব।’ গত কয়েক মরসুমে জার্সি নিয়েও অসন্তুষ্ট ছিলেন সমর্থকরা। ক্লাবের পরিচিতি সবুজ মেরুন। যদি সেই রংটাই না থাকে, তাহলে কী ভাবে হবে! এ বার জার্সি ডিজাইনের ক্ষেত্রে মতামত দেবেন সমর্থকরাও। সেই অনুযায়ীই জার্সি ডিজাইন হবে।
It’s OUR JERSEY! And we design it TOGETHER!
Submit your designs by tagging us and using the hashtag #MBSGJERSEY!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/1HmutyIr36
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 20, 2023
আগামী ২৫ জুন শুরু হচ্ছে কলকাতা প্রিমিয়ার লিগ। তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগানও। টিম ম্যানেজমেন্ট যুব দল নামানোর সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা লিগে কোনও বিদেশি খেলাবে না সবুজ মেরুন। সিনিয়র দলের সাপ্লাই লাইন হিসেবে কলকাতা লিগকে কাজে লাগাতে চাইছে সবুজ মেরুন। সিনিয়র দলের বেশ কিছু তরুণ ফুটবলার খেলবেন লিগে। তাদের লক্ষ্য, লিগে চোখ ধাঁধানো পারফর্ম করে সিনিয়র দলে নিয়মিত হয়ে ওঠা।





