‘আগামী মরশুমে ফের একসঙ্গে’ মেসি নিয়ে মন্তব্য নেইমারের

আগামী মরশুমে (next season) ফের মেসির (Messi) সঙ্গে খেলতে চান তিনি। এমনটাই বলছেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার (Neymar)।

'আগামী মরশুমে ফের একসঙ্গে' মেসি নিয়ে মন্তব্য নেইমারের
আগামী মরশুমে ফের একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে? ছবি সৌজন্যে - টুইটার (মেসি ও নেইমার)
Follow Us:
| Updated on: Dec 03, 2020 | 2:37 PM

TV9 বাংলা ডিজিটাল – আগামী মরশুমে (next season) ফের মেসির (Messi) সঙ্গে খেলতে চান তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জেতানোর পর এমনটাই বলছেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার (Neymar)। এমন মন্তব্যের পর আপাত দৃষ্টিতে মনে হতেই পারে নেইমার পিএসজি ছেড়ে ফের বার্সেলোনায় ফিরতে চান। কিন্তু বিষয়টা এতটাও সোজা নয়। নেইমারার মন্তব্যের মধ্যেই লুকিয়ে আছে ড্রিবল। নেইমার বলছেন, ‘এটাই আমি সব থেকে বেশি করে চাই, ফের মাঠে নামতে চাই ওঁর সঙ্গে।’

আরও পড়ুন – মেসিকে ছাড়াই বার্সেলোনার জয়

২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড অর্থে প্যারিসের ক্লাবে যোগ দিয়েছিলেন নেইমার। কিন্তু ক্লাবের সঙ্গে কিছুতেই মানিয়ে নিতে পারেননি। তবে চুক্তির জটে আটকে প্যারিস ছেড়ে বেরিয়েও যেতে পারেননি। বার্সেলোনা ২০১৯ সালে সর্বশক্তি নিয়ে ঝাঁপালেও নেইমারকে ফেরাতে পারেনি। নেইমার ২০২২ পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ। করোনা পরবর্তী সময়ে নেইমারের জন্য কতটা ঝাঁপাতে পারবে বার্সেলোনা? প্রশ্ন তুলছেন অনেকেই। আর এখানেই অপেক্ষা করছে টুইস্ট। কারণ মেসি যে প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন, চলতি মরসুমের পর তিনি বার্সেলোনা ছাড়তে চান। বার্সা ও মেসির চুক্তিও শেষ হচ্ছে চলতি মরসুমে।

এখন প্রশ্ন মেসিই যেখানে বার্সেলোনায় থাকবেন না, সেখানে নেইমার আবার মেসির সঙ্গে খেলবেন কি ভাবে? ফুটবল মহলের মতে নেইমার ২০২২ এর আগে পিএসজি ছাড়তে পারবেন না। তাই চলতি মরসুম শেষে ফ্রি ফুটবলার মেসিকে, প্যারিসের ক্লাবে সই করানোর রাস্তাটাই নাকি পরিস্কার করছেন নেইমার। মেসিকে দলে নেওয়ার বিষয়ে এগিয়ে আছে গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু পিএসজি লড়াইতে নামলেও অবাক হওয়ার কিছু নেই। নেইমারের মন্তব্যেই সেটা পরিস্কার। এমবাপে-নেইমার জুটি খুব একটা সফল হয়নি, সেক্ষেত্রে মেসিকে সই করিয়ে বড় চমক দিতেই পারে প্যারিস সেইন্ট জার্মেইন।