East Bengal: ফিফার বড় সিদ্ধান্ত, আনোয়ার আলি ইস্যুতে স্বস্তি ইস্টবেঙ্গলের

Anwar Ali: এ মরসুমে ইস্টবেঙ্গলে সই করেন। তাঁর ট্রান্সফার নিয়ে ভারতীয় ফুটবলে শোরগোল পড়ে যায়। মোহনবাগান দাবি করে, আনোয়ার তাদের প্লেয়ার। তেমনই ইস্টবেঙ্গলও। বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অধীনে রয়েছে। ফিফার নতুন সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে ইস্টবেঙ্গল।

East Bengal: ফিফার বড় সিদ্ধান্ত, আনোয়ার আলি ইস্যুতে স্বস্তি ইস্টবেঙ্গলের
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2024 | 3:53 PM

ভারতীয় ফুটবলে সাম্প্রতিক কালে সবচেয়ে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আনোয়ার আলির ট্রান্সফার। গত মরসুমে মোহনবাগানে খেলেছিলেন জাতীয় দলের তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি। এ মরসুমে ইস্টবেঙ্গলে সই করেন। তাঁর ট্রান্সফার নিয়ে ভারতীয় ফুটবলে শোরগোল পড়ে যায়। মোহনবাগান দাবি করে, আনোয়ার তাদের প্লেয়ার। তেমনই ইস্টবেঙ্গলও। বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অধীনে রয়েছে। ফিফার নতুন সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে ইস্টবেঙ্গল।

গত কয়েক মাস ধরেই আনোয়ার ইস্যু ঝুলে রয়েছে ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটিতে। মরসুমের প্রথম আইএসএল ডার্বিতে হতাশার পারফরম্যান্স ছিল ইস্টবেঙ্গলের। এরপরই আনোয়ার আলিকে নিয়ে মোহনবাগান সচিব বলেছিলেন, আনোয়ারের মানসিক সমস্যা হচ্ছে। মাঠের বাইরের বিষয়ে এত জটিল পরিস্থিতিতে রয়েছে যে খেলায় মনসংযোগ করতে পারছে না। এমনকি আনোয়ারকে মনোবিদের কাছে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন।

আনোয়ার আলিকে প্রাথমিক ভাবে নির্বাসিত এবং জরিমানা করা হলেও পরে তাতে স্থগিতাদেশ দেওয়া হয়। এখনও তাঁকে নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এতে অবশ্য খেলতে বাধা নেই। ইস্টবেঙ্গল জার্সিতে নিয়মিত খেলছেন আনোয়ার। এরই মাঝে আনোয়ার আলি ইস্যুতে বিরাট স্বস্তি ইস্টবেঙ্গলের।

ফুটবলারদের ট্রান্সফার ও স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ের নিয়মে পরিবর্তন আনতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বর্তমানে সারা বিশ্বে চলা ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় মামলায় স্থগিতাদেশ দিল ফিফা। ফলে আনোয়ার আলিকে নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি।