East Bengal: শনিবারের দুপুরে আচমকাই লাল-হলুদ তাঁবুতে কিয়ান, কিন্তু কেন?
ময়দান তাঁকে এক নামেই চেনে এখন--- কিয়ান নাসিরি (Kiyaan Nassiri)। তাঁর আরও একটা পরিচয় রয়েছে। জামশিদ নাসিরির পুত্র। শনি-দুপুরে আচমকা ইস্টবেঙ্গল ক্লাবে কী করতে এলেন কিয়ান?
কলকাতা: শনিবারের দুপুর। ঘড়ির কাঁটা গিয়ে ঠেকেছে ৩টেয়। লেসলি ক্লডিয়াস সরণি দিয়ে একটা চার চাকা দ্রুত গতিতে বেরিয়ে গেল। গন্তব্য ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। লাল হলুদের গেটের সামনে গিয়ে দাঁড়াল গাড়িটা। ওই গাড়ি থেকে নেমে এলেন ছিপছিপে চেহারার এক সুদর্শন ছেলে। চিনতে অসুবিধে হওয়ার কথা নয়। ময়দান তাঁকে এক নামেই চেনে এখন— কিয়ান নাসিরি (Kiyaan Nassiri)। তাঁর আরও একটা পরিচয় রয়েছে। জামশিদ নাসিরির পুত্র। শনি-দুপুরে আচমকা ইস্টবেঙ্গল ক্লাবে কী করতে এলেন কিয়ান?
কয়েক মাস আগেই কিয়ানের সঙ্গে আরও দু’বছর চুক্তি করেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বড় ম্যাচে অভিষেকেই হ্যাটট্রিক করে শোরগোল ফেলে দেওয়া সেই কিয়ান হঠাৎ শত্রুর ডেরায় কী করছেন? জামশিদ পুত্রকে তাঁবুতে দেখে আবার সেলফিও তুললেন অনেকে। ইমামি-ইস্টবেঙ্গল চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হচ্ছে সামনের সপ্তাহেই। দলবদলের বাজারে নামার দেওয়ার আগেই কি অঙ্ক সাজিয়ে রাখছে ইস্টবেঙ্গলরা? কোনও এক আশ্চর্য চমক কি অপেক্ষা করে থাকবে লাল-হলুদ সমর্থকদের জন্য? কয়েক দিন বাদেই তো অনুশীলনে নামছে মোহনবাগান। তার আগে আচমকাই ইস্টবেঙ্গলে? মুহূর্তে মধ্যেই একাধিক প্রশ্ন দানা বাঁধল ক্লাবে থাকা গুটিকয়েক সমর্থকদের মনে।
তবে ভুল ভাঙতেও সময় লাগল না। একটা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ইস্টবেঙ্গল মাঠে এসেছেন কিয়ান নাসিরি। ফ্রেন্ডলি ম্যাচে আর্মি একাদশের মুখে নেমেছিল সিসিএফসি। ইস্টবেঙ্গল মাঠেই তা অনুষ্ঠিত হয়। সিসিএফসির হয়ে খেলার জন্যই শত্রু পক্ষের ডেরায় আগমন বাগান সেনসেশনের।