পেলেকে ছাপিয়ে নয়া ইতিহাস মেসির

মঙ্গলবার বার্সেলোনার হয়ে নিজের ৬৪৪তম গোলটি করেন লিও মেসি।

পেলেকে ছাপিয়ে নয়া ইতিহাস মেসির
পেলেকে ছাপিয়ে নয়া ইতিহাস মেসির। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Dec 23, 2020 | 10:37 AM

TV9 বাংলা ডিজিটাল: মেসির মুকুটে নতুন পালক। কিংবদন্তি পেলেকে ছাপিয়ে নয়া নজির গড়লেন লিও মেসি। একটা ক্লাবের হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড গড়লেন বার্সা সুপারস্টার। বার্সেলোনার হয়ে ৬৪৪ গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাপিয়ে গেলেন আর্জেন্টিনীয় তারকা। মঙ্গলাবার রাতে রিয়াল ভ্যালাডলিডের বিরুদ্ধে গোল করা নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলেন মেসি।

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন পেলে। স্যান্টোসের হয়ে ৬৪৩ টি গোল করেছিলেন তিনি। ব্রাজিলের বিখ্যাত ক্লাবের হয়ে ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত খেলেছিলেন ফুটবলের সম্রাট। বার্সেলোনা জার্সিতে মেসির গোল করা শুরু ২০০৫ সালে। গত শনিবার বার্সেলোনার হয়ে নিজের ৬৪৩তম গোল করে পেলেকে স্পর্শ করেন এলএমটেন। আর মঙ্গলবার রাতেই ভ্যালাডলিডের বিরুদ্ধে গোল করে নয়া ইতিহাস গড়লেন বার্সা সুপারস্টার।

আরও পড়ুন:মোতেরায় সৌরভ গাঙ্গুলি বনাম জয় শাহ

কাতালান ক্লাবে নিজের দীর্ঘ কেরিয়ারে ১০বার লা লিগা আর ৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন লিও মেসি। চলতি মরসুমের শেষেই মেসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বার্সেলোনার।