Lionel Messi: বিপুল অর্থ ব্যয়, তাও খেলেননি, ক্ষমা চাইলেন লিওনেল মেসি

১২৪ কোটির বেশি ব্যয় করে হংকং একাদশের বিরুদ্ধে খেলতে ডাকা হয়েছিল ইন্টার মায়ামিকে। ওই চুক্তিতে স্বাভাবিক ভাবে মেসির খেলার ব্য়াপারও ছিল। আটবার ব্যালন ডি'অর জেতা ফুটবলার চোট সারিয়ে উঠেছেন সদ্য। টোকিওতে ভিসাল কোবের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে তাঁকে। হংকং ম্যাচে খেলতে না পারার আক্ষেপ রয়েছে মেসিরও।

Lionel Messi: বিপুল অর্থ ব্যয়, তাও খেলেননি, ক্ষমা চাইলেন লিওনেল মেসি
বিপুল অর্থ ব্যয়, তাও খেলেননি, ক্ষমা চাইলেন লিওনেল মেসিImage Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2024 | 5:05 PM

মায়ামি: ১২৪ কোটিরও বেশি অর্থ খরচ করে হংকংয়ে খেলতে ডাকা হয়েছিল ইন্টার মায়ামিকে (Inter Miami)। ম্য়াচ হয়েওছে। ডেভিড ব্যাকহ্যামের টিম ১-৪ জিতেওছে। এই পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু যাঁকে দেখার জন্য বিপুল অর্থ দিয়েছে আয়োজকরা, তা পূরণ হয়নি। চোটের কারণে ওই ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি (Lionel Messi)। তা নিয়েই হইচই। মেসি খেলবেন, ধরে নিয়েই চুক্তি হয়েছিল বিপুল অর্থের। সেই মতো রাখা হয়েছিল টিকিটের দামও। কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার ক্যাপ্টেনকে দেখার জন্য চড়া দরে টিকিট কিনেছেন ফুটবল ভক্তরা। কিন্তু তিনি না খেলায় ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। তারই জেরে ক্ষমা চাইলেন মেসি। যা বেশ বিরল ঘটনা।

মেসি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত ফুটবলে এমন ঘটনা যখন-তখন ঘটতে পারে। যে কোনও ম্যাচ আমরা চোট পেতে পারি। তেমনই ঘটেছে আমার সঙ্গে। হংকং ম্যাচ যে কারণে খেলতে পারিনি। এটা আমার কাছেও অত্যন্ত খারাপ লাগার ব্যাপার। কারণ, আমি সব সময় খেলতে ভালোবাসি। আমিও ফুটবল ম্যাচটা খেলতে চেয়েছিলাম। খুব ভালো করে জানি, ওই ম্য়াচটা দেখার জন্য মুখিয়ে ছিল সবাই। খারাপ লাগছে খেলতে পারিনি বলে।’

১২৪ কোটির বেশি ব্যয় করে হংকং একাদশের বিরুদ্ধে খেলতে ডাকা হয়েছিল ইন্টার মায়ামিকে। ওই চুক্তিতে স্বাভাবিক ভাবে মেসির খেলার ব্য়াপারও ছিল। আটবার ব্যালন ডি’অর জেতা ফুটবলার চোট সারিয়ে উঠেছেন সদ্য। টোকিওতে ভিসাল কোবের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে তাঁকে। হংকং ম্যাচে খেলতে না পারার আক্ষেপ রয়েছে মেসিরও। আর্জেন্টিনার নায়ক বলেছেন, ‘আশা করি ওখানে আবার কখনও ম্যাচ খেলব আমরা। আমিও খেলব সেই ম্য়াচটা। কিন্তু সত্যিটা মেনে নিতেই হবে যে, আমি ওই ম্যাচটাতে নামতে পারিনি। কয়েক দিন আগে আমার যা পরিস্থিতি ছিল, তার থেকে এখন অনেক ভালো আছি। তবে পরের ম্যাচ খেলব কিনা, সেটা ট্রেনিংয়ের উপর নির্ভর করছে। আমি যদি সত্যি বলি, তা হলে বলব, আমি জানি না, খেলতে পারব কিনা পরের ম্যাচটা। তবে আগের থেকে ভালো আছি।’