UEFA Award : উয়েফার বর্ষসেরা ফুটবলারের মনোনয়ন পেলেন মেসি, দৌড়ে আরও দুই
Lionel Messi : UEFA পুরস্কারের ১২ বছরের ইতিহাসে মেসি দু'বার এই সম্মান পেয়েছেন। দু'বারই বার্সেলোনায় থাকাকালীন।

নিয়ন : ইউরোপে দু’দশক কাটিয়ে গত মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। ইউরোপিয়ান ফুটবল ছাড়লেও শেষ মরসুমে যে ছাপ তিনি ফেলে গিয়েছেন তাতে UEFA-র সেরা ফুটবলারের ট্রফি হাতছানি দিচ্ছে মেসিকে। ২০২২-২৩ মরসুমের জন্য উয়েফার বর্ষসেরা ফুটবলারের মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে প্রতি বছর উয়েফা বর্ষসেরা ফুটবলারকে বেছে নিতে একটি তালিকা তৈরি করে। সেই তালিকায় থাকা ফুটবলারদের ভোট দিয়ে নির্বাচিত করেন উয়েফা আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার প্রথম রাউন্ডে খেলা দলগুলির কোচ এবং উয়েফার বেছে নেওয়া সাংবাদিকরা। তারই ভিত্তিতে ভোট পাওয়া ফুটবলারদের মধ্যে প্রথম তিনে রয়েছেন লিওনেল মেসি। বাকি দু’জন হলেন ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ট্রেবল জেতা দুই তারকা আর্লিং হালান্ড এবং কেভিন ডি ব্রুইন। এছাড়া বর্ষসেরা কোচের তালিকাও প্রকাশ করেছে উয়েফা। আগামী ৩১ অগস্ট চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
প্রথম তিনে মেসির নাম দেখে অনেকেই অবাক হয়েছেন। কারণ শেষ মরসুমে পিএসজির হয়ে লিগ ওয়ান খেতাব জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ নেই লিও-র দখলে। প্রাক্তন ক্লাব পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছিল। এই বিষয়ে উয়েফা তাদের ওয়েবসাইটে মেসির আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের কৃতিত্বকে তুলে ধরেছে। বিশ্বকাপ জয়ের পাশাপাশি গোল্ডেন বল পুরস্কার পেয়েছেন। তাঁর ঝুলিতে এখন ১০০-র বেশি আন্তর্জাতিক গোল।
✨ UEFA Men’s Player of the Year ✨
𝟮𝟬𝟮𝟮/𝟮𝟯 𝗡𝗢𝗠𝗜𝗡𝗘𝗘𝗦 🇧🇪 De Bruyne 🇦🇷 Messi 🇳🇴 Haaland
🏆 #UEFAawards winners announced at the #UCLdraw, 31 August 2023 🗓️ pic.twitter.com/onxVvNMLpi
— UEFA Champions League (@ChampionsLeague) August 17, 2023
আর্লিং হালান্ড ও কেভিন ডি ব্রুইনের সেরা তিনে থাকার কারণ অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জয়। নরওয়ের গোলমেশিন হালান্ড এক মরসুমে ৫২ গোল করেন। তার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ১২টি গোল রয়েছে তাঁর। সিটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ডি ব্রুইনের অবদানও কম নয়। বর্ষসেরা কোচের শীর্ষ তিনের মধ্যে রয়েছেন সিটি কোচ পেপ গুয়ার্দওলা। বাকি দু’জন হলেন ইন্টার মিলানের সিমোন ইনজাঘি এবং নাপোলির লুসিয়ানো স্পালেত্তি।





