Mohun Bagan: মোহনবাগানের দায়িত্বে ফিরলেন আন্তোনিও লোপেজ হাবাস
Mohun Bagan Super Giants : টানা দ্বিতীয় মরসুমের জন্য মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ রাখা হয়েছে হুয়ান ফেরান্দোকে।
কলকাতা : ইন্ডিয়ান সুপার লিগে ফের দেখা যাবে স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে। এ বারও তিনি মোহনবাগানের দায়িত্বেই। তবে ভূমিকা অন্য। টানা দ্বিতীয় মরসুমের জন্য মোহনবাগান সুপার জায়ান্টের কোচ রাখা হয়েছে হুয়ান ফেরান্দোকে। সবুজ মেরুনের টেকনিক্যাল ডিরেক্টর হলেন আন্তোনিও লোপেজ হাবাস। গত মরসুমে হুয়ান ফেরান্দোর কোচিংয়ে ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। ফেরান্দোকে রাখা হয়েছে কোচ হিসেবে। তারপরও কেন হাবাসকে আনা হল? মনে করা হচ্ছে, টিম ম্যানেজমেন্টে দুই স্প্যানিশ মস্তিষ্ক থাকায় সুবিধা হবে। তেমনই হাবাসকে দিয়ে কোচ ফেরান্দোকে বেশ খানিকটা চাপে রাখা যাবে। যদিও মোহনবাগানের তরফে জানানো হয়েছে, এ বার হাবাসকে কিছুটা অন্য ভূমিকায় দেখা যাবে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী সংস্করণ ২০১৪ সালে অ্যাটলেটিকো ডি কলকাতার কোচ ছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। সেই মরসুমেই চ্যাম্পিয়ন হয় তারা। ভারতীয় ফুটবলে বিদেশিদের মধ্যে অন্যতম সফল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তবে এ বার এটিকে নয়, নতুন নামে খেলা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গী হচ্ছেন তিনি। মোহনবাগান সুপার জায়ান্টের তরফে জানানো হয়েছে, সিনিয়র দলের পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক দলের পরামর্শদাতার ভূমিকায় থাকবেন হাবাস। সমস্ত টিমকেই পর্যবেক্ষণ করবেন। প্রয়োজনে পরামর্শ দেবেন।
কলকাতা লিগের জন্য ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগানের ডেভেলোপমেন্ট টিম। বিভিন্ন দল তৈরির কাজও চলছে। ভারতীয় ফুটবল এবং কলকাতায় অতীতে কাজ করার ফলে তাঁর অভিজ্ঞতাকে সব ক্ষেত্রেই কাজে লাগাতে চাইছে সবুজ মেরুন। ফের এক বার সবুজ মেরুনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত হাবাসও। বলছেন, ‘দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আবার আমাকে কলকাতায় কাজ করার সুযোগ করে দিয়েছেন, এর জন্য দারুণ খুশি। কোচিং জীবনের সেরা সময় কলকাতায় কেটেছে। এখানকার ফুটবলপ্রেমী মানুষ যেভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন, তা কোনও দিন ভোলার নয়। এ বার মোহনবাগান সুপার জায়ান্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছি। মোহনবাগানের ফুটবল স্ট্র্যাটেজি থেকে উন্নতির জন্য ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল স্টাফদের সঙ্গে কাজ করব।’