IFA : দুটো মিটিং নিষ্ফলা, সিদ্ধান্ত নেবে আইএফএ-র গভর্নিং বডি

Kolkata Football: এ দিনের বৈঠক ভেস্তে যাওয়ায় সিদ্ধান্ত এখন গভর্নিং বডির ওপর। বৈঠক প্রসঙ্গে মদন মিত্র নাম না করে বেশ কয়েকটি বড় ক্লাবকে সুবিধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন। যদিও বড় ক্লাব কোনগুলি, সে বিষয়ে মন্তব্য করতে নারাজ মদন মিত্র। তিনি না বললেও, এই বড় ক্লাব যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার এফসি, আন্দাজ করাই যায়।

IFA : দুটো মিটিং নিষ্ফলা, সিদ্ধান্ত নেবে আইএফএ-র গভর্নিং বডি
Image Credit source: IFA
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 9:14 PM

কলকাতা : দুটো মিটিং। প্রথমটিতে মিটিং শুরুর কিছুক্ষণের মধ্যেই ভেস্তে গিয়েছিল। এ দিন ফের মিটিং ডাকা হয়। আড়াই ঘণ্টা ধরে মিটিং চললেও কোনও ফল বেরোল না। এ বার সিদ্ধান্ত নেবে আইএফএ-র গভর্নিং বডি। কিছুদিন আগেই বাংলা ফুটবল সংস্থা সিদ্ধান্ত নেয়, প্রিমিয়ার এ ও বি ডিভিশন মিলিয়ে দেওয়া হবে। একটি লিগ করার ভাবনা আইএফএ-র। তবে রাতারাতি ১০টি ক্লাবকে প্রোমোশন দেওয়ায় ক্ষুব্ধ প্রথম ডিভিশনের ক্লাবগুলি। ‘প্রভাবশালী’ একটি ক্লাবকে বিশেষ সুবিধা পাইয়ে দিতেই আইএফএ এমন সিদ্ধান্ত নিয়েছে, সুর চড়ায় প্রথম ডিভিশনের বেশ কিছু ক্লাব। তাদের আরও দাবি ছিল, যদি মিলিয়ে দেওয়ারই হয় তাহলে বাকি ২৪টি ক্লাবকে মিলিয়ে দেওয়া হোক এবং ৫০ দলের লিগ হোক। পাঁচটি ভাগে ভাগ করে এই লিগের প্রস্তাবও দেওয়া হয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম ডিভিশন ক্লাবগুলির মূল দাবির অন্যতম ছিল, প্রোমোশন ও রেলিগেশনের সংখ্যাও। আইএফএ সিদ্ধান্ত নিয়েছে প্রথম ডিভিশন থেকে ২টি দলের প্রোমোশন এবং ৪টি দলের অবনমন হবে। আইএফএর সিদ্ধান্ত মানতে নারাজ প্রথম ডিভিশনের ক্লাবগুলি। যা নিয়ে প্রবল বাক বিতণ্ডা চলল এ দিনও। আড়াই ঘণ্টার বৈঠক থাকল নিষ্ফলাই। প্রথম ডিভিশনের ক্লাবগুলোর সঙ্গে আইএফএর বৈঠকের মাঝে বেশ কয়েকবার তাল কাটল। প্রোমোশন-রেলিগেশন নিয়ে সুর চড়ল বেশ কয়েক বার। বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগ দেন বিধায়ক মদন মিত্র। আইএফএ প্রোমোশন ও রেলিগেশন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরোধিতা ক্লাবগুলির। তাদের দাবি, প্রথম ডিভিশন থেকে ৪টি দলের প্রোমোশন হোক এবং দুটো দলের রেলিগেশন।

এ দিনের বৈঠক ভেস্তে যাওয়ায় সিদ্ধান্ত এখন গভর্নিং বডির ওপর। বৈঠক প্রসঙ্গে মদন মিত্র নাম না করে বেশ কয়েকটি বড় ক্লাবকে সুবিধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন। যদিও বড় ক্লাব কোনগুলি, সে বিষয়ে মন্তব্য করতে নারাজ মদন মিত্র। তিনি না বললেও, এই বড় ক্লাব যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার এফসি, আন্দাজ করাই যায়।

আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা চাইছেন পিরামিড আকারের লিগ করতে। যেখানে শীর্ষ সারিতে কম দল থাকবে। কিন্তু প্রথম ডিভিশন ক্লাবগুলি যে দাবি তুলছে, তাতে লিগ এই ফরম্যাটে করা কঠিন। প্রথম ডিভিশন লিগ ২৪ দলের। দুটো গ্রুপে ভাগ করা হবে। শীর্ষ ছয় দল নিয়ে সুপার সিক্স রাউন্ড। বেঙ্গল অ্যাকাডেমি যদি প্রথম ছয়ে শেষ করে, সেক্ষেত্রে প্রথম ৭টা দল নিয়ে হবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড। যে ভাবে প্রথম ডিভিশন ক্লাব গুলি বিরোধিতা করছে, তাতে আইএফএ এই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় কিনা, সেটাই দেখার।

কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?