Igor Stimac-Luka Modric: ‘আমাদের টিমও একদিন এই স্তরে পৌঁছবে’ মদ্রিচকে নিয়ে পোস্ট ভারতের হেড কোচের
Indian Football Team: ভারতীয় ফুটবলের উত্থান নিয়ে উচ্ছ্বসিত কোচ ইগর স্টিমাচ। ক্রোয়েশিয়া জাতীয় দলেও কোচিং করিয়েছেন। লুকা মদ্রিচদের উত্থান দেখেছেন ক্রোয়েশিয়ার এই কোচ।

দীর্ঘদিন পর দেখা হল। স্বাভাবিক ভাবেই আবেগনঘন হয়ে পড়লেন ইগর স্টিমাচ। কার সঙ্গে দেখা হল! তাঁর প্রাক্তন ছাত্র এবং বন্ধু লুকা মদ্রিচের সঙ্গে। ইগর স্টিমাচের দুই পুত্রর সঙ্গেও দেখা হল মদ্রিচের। এ যেন পারিবারিক মুহূর্ত। মদ্রিচকে দেখেই দে ছুট ইগর স্টিমাচের দুই ছেলের। তাদের বিশেষ উপহারও দিলেন মদ্রিচ। সেই ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিমাচ। ভবিষ্যৎ স্বপ্ন প্রসঙ্গেও লিখেছেন সুনীলদের কোচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ট্রফি জয়ের হ্যাটট্রিক করেছে ভারতীয় ফুটবল দল। ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সদ্য সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত। পরবর্তী লক্ষ্য এশিয়ান কাপ। আর সেই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের জন্য শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের কথা বলেছেন অধিনায়ক সুনীল ছেত্রী। কোচ ইগর স্টিমাচ চেয়েছেন দীর্ঘ শিবির। তাতে সায় রয়েছে সুনীল ছেত্রীরও। এশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়াও। ফলে এরকম শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে খেলার জন্য ভালো প্রস্তুতি চাই।
Happiness, joy and tears all in one meeting ❤️
A friend and my ex player, one of the greatest of all time, the one and only @lukamodric10 ?? ????
My sons Ivan and Niko finally met their idol, their dream came true!!
One day our ?? National Team will reach this level ?? pic.twitter.com/kzIVxH68Vq
— Igor Štimac (@stimac_igor) July 11, 2023
ভারতীয় ফুটবলের উত্থান নিয়ে উচ্ছ্বসিত কোচ ইগর স্টিমাচ। ক্রোয়েশিয়া জাতীয় দলেও কোচিং করিয়েছেন। লুকা মদ্রিচদের উত্থান দেখেছেন ক্রোয়েশিয়ার এই কোচ। রাশিয়া বিশ্বকাপে রানার্স, কাতার বিশ্বকাপে সেমিফাইনাল এবং সদ্য নেশন্স লিগে রানার্স। লুকা মদ্রিচরা যেমন আন্তর্জাতিক এবং ইউরোপিয়ান স্তরে সাফল্য পাচ্ছেন, একদিন ভারতীয় দলও এশিয়া ফুটবল এবং বিশ্ব স্তরে সাফল্য পাবে, এমনটাই স্বপ্ন দেখছেন স্টিমাচ। তাঁর পোস্টে আবেগের সঙ্গে সংকল্পও। এশিয়ান কাপে ভারতীয় দলের ওপর প্রত্যাশাও বেড়েছে। প্রত্যাশা পূরণের অপেক্ষা।





