AFC CUP : আজ নজরে কোন সবুজ-মেরুন তারকারা?

ব্যারেটো, সোনির পর সবুজ-মেরুন সমর্থকদের নয়নের মনি রয় কৃষ্ণা। ফিজির এই স্ট্রাইকার মোহনবাগান জার্সিতে জ্বলে উঠেছেন প্রতি মরসুমে।

AFC CUP : আজ নজরে কোন সবুজ-মেরুন তারকারা?
আজ নজর থাকুক শুধু TV9 বাংলায়
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2021 | 10:02 AM

মলদ্বীপঃ  বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আজ এএফসি কাপের প্রথম ম্যাচে নামছে এটিকে মোহনবাগান। মলদ্বীপের প্রথম ম্যাচ ঘিরে বাংলার মোহনবাগানপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই ম্যাচে নজর থাকবে কোন কোন বাগান তারকাদের দিকে? কারা ঘোরাতে পারে ম্যাচের রং?

হুগো বুমৌস-

২৬ বছরের ফরাসি বুমৌস এবারের মোহনবাগানের অন্যতম সেরা রিক্রুট। এফসি গোয়া, মুম্বই সিটির হয়ে নজরকাড়ার পর এবার এটিকে মোহনবাগানের সংসারে। অ্য়াটাকিং মিডফিল্ডার হিসেবে নজরকাড়া বুমৌস মাঝমাঠ থেকে বল বাড়ানো হোক বা বিপক্ষের বক্সে চকিতে ঢুকে পড়ে গোলের সুযোগ তৈরি করা, সবকিছুতেই অনবদ্য। তাই বুমৌসের দিকে থাকবে নজর।

players-to-watch-in-atk-mohunbagan

এই মরসুমে চমক বুমৌস

ডেভিড উইলিয়ামস-

রয় কৃষ্ণার সঙ্গী। গত মরসুমে তিনি ও কৃষ্ণা মিলে বিপক্ষের বক্সে ধরিয়ে দিয়েছিলেন কাঁপুনি। ফরোয়ার্ডে যেমন তীক্ষ্ণ, উইং প্লেতেও তেমনি ক্ষুরধার।গত মরসুমে ১৮ ম্যাচে ৬টি গোল করেছিলেন। এএফসি কাপের ম্যাচে উইলিয়ামস-কৃষ্ণার জুটির দিকেই তাকিয়ে সবুজ-মেরুন সমর্থকরা।

players-to-watch-in-atk-mohunbagan

অন্যতম ভরসা ডেভিড উইলিয়ামস

প্রীতম কোটাল-

দলের অধিনায়ক। দুরন্ত রাইটব্যাক। সেন্ট্রাল ডিফেন্সেও নজর কাড়েন। বঙ্গতনয় প্রীতম কোটাল এই ম্যাচে ডিফেন্সের সবচেয়ে বড় স্তম্ভ। অফসিজনে নিজেকে যেভাবে ফিট রেখেছেন তা অনবদ্য। সুনীলদের আটকাতে হাবাসের সবচেয়ে বড় ভরসা প্রীতম কোটালই।

players-to-watch-in-atk-mohunbagan

ডিফেন্সে ভরসা প্রীতম

রয় কৃষ্ণা-

ব্যারেটো, সোনির পর সবুজ-মেরুন সমর্থকদের নয়নের মনি রয় কৃষ্ণা। ফিজির এই স্ট্রাইকার মোহনবাগান জার্সিতে জ্বলে উঠেছেন প্রতি মরসুমে। এখনও পর্যন্ত আইএসএলে ৪৪ ম্যাচে ২৯ গোল হয়ে গেল রয় কৃষ্ণার। রয় থাকা মানে মোহনবাগান সমর্থকরা যেন নিশ্চিন্ত।

players-to-watch-in-atk-mohunbagan

সুপারস্টার সেই রয় কৃষ্ণাই

এছাড়াও নজর থাকবে মনভীর সিং, প্রবীর দাসদের পারফরম্যান্সের দিকেও। আরেক বিদেশি ম্যাকহিউ গত মরসুমে দুরন্ত ছন্দে ছিলেন। এএফসি কাপের ম্যাচেও নজরে তিনি। আর সবার নজর থাকবে যাঁর দিকে, তিনি দলের ব্যান্ডমাস্টার অ্যান্তোনিও লোপেজ হাবাস। কোচ হিসেবে একের পর এক সাফল্য এসেছে তাঁর কোচিংয়ে। এবার বিদেশের মাটিতে হাবাস ম্যাজিকের অপেক্ষায় সবুজ-মেরুন সমর্থরকরা।