চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে প্যারিস সাঁ জাঁ

অ্যাওয়ে ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারায় পিএসজি (PSG)। দুই পর্ব মিলিয়ে ম্যাচের ফল ৩-৩। অ্যাওয়ে (Away) গোলের বিচারে সেমিফাইনালে এমবাপেরা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে প্যারিস সাঁ জাঁ
অ্যাওয়ে গোলের বিচারে শেষ চারে পিএসজি। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Apr 14, 2021 | 1:57 PM
PSG WIN

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি।ছবি: টুইটার

Bayern goal

ফিরতি পর্বের ম্যাচে ১-০ গোলে জেতে বায়ার্ন।ছবি: টুইটার

PSG WIN ON AGGREGATE

অ্যাওয়ে গোলের বিচারে শেষ চারে পিএসজি।ছবি: টুইটার

PSG WON FIRST LEG 3-2

অ্যাওয়ে ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের ৩-২ হারায় পিএসজি।ছবি: টুইটার

PSG CELEBRATION

ম্যাচ শেষে সেলিব্রেশনে মত্ত এমবাপেরা।ছবি: টুইটার