India vs Pakistan: ‘এর জন্যই তো খেলতে নামি’, সুনীলের কৃতজ্ঞতা প্রকাশ
IND vs PAK, SAFF Football 2023: ইন্টারকন্টিনেন্টাল কাপে একটিও গোল খায়নি ভারত। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও ক্লিনশিট।

২২৮৬০। কোনও মোবাইল নম্বরের শেষ পাঁচ ডিজিট নয়। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে দর্শক সংখ্যা। সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিন মুখোমুখি হল ভারত-পাকিস্তান। ৪-০’র বড় জয়ে অভিযান শুরু করল ভারত। যে খেলাই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যে বাড়তি উন্মাদনা থাকবে এমনটাই প্রত্যাশিত। কান্তিরাভা স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচের গ্যালারি হতাশ করেনি। পুরো সময় দলকে তাতিয়ে গিয়েছে। গ্যালারি থেকে ইন্ডিয়া…ইন্ডিয়া…ধ্বনি। ম্যাচ শেষে কৃতজ্ঞতা জানালেন অধিনায়ক সুনীল ছেত্রী। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কয়েক দিন আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে ফিফা ক্রমতালিকায় এগিয়ে থাকা লেবাননকে ২-০ গোলে হারায় ভারত। গোল করেছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী ও তরুণ ফুটবলার লালিনজুয়ালা ছাংতে। যেখানে শেষ করেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে যেন সেখান থেকেই শুরু করলেন। ম্যাচের ১০ মিনিটে অধিনায়কের গোলেই এগিয়ে যায় ভারত। সবমিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয়। হ্যাটট্রিক করেন সুনীল ছেত্রী। বাকি একটি গোল উদান্ত সিংয়ের।
ইন্টারকন্টিনেন্টাল কাপে একটিও গোল খায়নি ভারত। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও ক্লিনশিট। দলের জয়ে উচ্ছ্বসিত সুনীল বলছেন, ‘আরও একটা ম্যাচে গোল না খাওয়া আমাদের জন্য ইতিবাচক দিক। যে কোনও টুর্নামেন্টের শুরুতে এমন বড় জয়, খুবই ভালো লাগছে। আলাদা করে বলতে হয় গ্যালারির কথা। পুরো ম্যাচেই আমাদের জন্য গলা ফাটিয়েছে। এর জন্যই তো খেলতে নামি। এরকম কানায় কানায় পূর্ণ গ্যালারি দেখে খুবই ভালো লাগছে।’
Bangalore, thank you for screaming at the top of your lungs ?️? through the pouring rain ?️ for the entire 9️⃣0️⃣ minutes and some!#SAFFChampionship2023 ? #INDPAK #IndianFootball ⚽️ #BlueTigers ? pic.twitter.com/kvmzSnx176
— Indian Football Team (@IndianFootball) June 21, 2023
ম্যাচ হেরে বিধ্বস্ত পাকিস্তান। ০-৪ ব্যবধান, তাও আবার ভারতের কাছে। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক ইসা সুলেমান বলেন, ‘ভারতের কাছে হারতে কোনও সময় ভালো লাগে না। তাও আবার এভাবে হার। অজুহাত দিচ্ছি না, তবে আমরা তিন দিন প্র্যাক্টিস করিনি। বিমানযাত্রার ধকলও ছিল।’ নিজেদের দেশের স্পোর্টস বোর্ডের গাফিলতিতেই ভিসা সমস্যায় পড়ে পাকিস্তান ফুটবল টিম। যার জেরে তারা পৌঁছয় ম্যাচের দিন।





