স্টেইনম্যানের গোল আর দেবজিতের হাতে বেঙ্গালুরু বধ লাল-হলুদের
১০ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ৯ নম্বরে এসসি ইস্টবেঙ্গল।
গোয়া: স্টেইনম্যানের গোল আর দেবজিতের হাত। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মূল্যবান ৩ পয়েন্ট ছিনিয়ে নিল এসসি ইস্টবেঙ্গল। আইএসএলে মশাল বাহিনীর দ্বিতীয় জয়। ফাতোরদায় মাত্তি স্টেইনম্যানের করা একমাত্র গোলে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। জার্মান মিডিও স্টেইনম্যানের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। তবে সুনীল ছেত্রী-এরিক পাত্রালুদের যাবতীয় আক্রমণ রুখে দিয়ে ম্যাচের নায়ক ‘সেভজিত’। প্রথমার্ধ লাল-হলুদের হলেও, দ্বিতীয়ার্ধ জুড়ে শুধুই বিএফসির আক্রমণের ঝড়। তবে নীল জার্সিধারীদের যাবতীয় ঝড় আটকে গেল দেবজিৎ মজুমদারের গোল্ডেন গ্লাভসে।
Top quality saves time and time again ?
?️ Here’s Debjit Majumder’s Hero of the Match performance ?#BFCSCEB #HeroISL #LetsFootball pic.twitter.com/PgSo55uUmH
— Indian Super League (@IndSuperLeague) January 9, 2021
এফসি গোয়া ম্যাচের দল থেকে একটিমাত্র পরিবর্তন আনে এসসি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। অ্যারোনের বদলে এ দিন শুরু থেকে খেলেন মাগোমা। গত ম্যাচে ড্যানি ফক্স লাল কার্ড দেখলেও এ দিন সকালেই তা খারিজ করে দেয় ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। ফলে রক্ষণে ফক্সকে পাওয়ায় কিছুটা হলেও আত্মবিশ্বাস ফেরে এসসি ইস্টবেঙ্গলের। তবে গত ম্যাচে কার্ড দেখায় এ দিন গ্যালারি থেকেই দলের খেলা দেখলেন লাল-হলুদ কোচ রবি ফাউলার। অন্যদিকে কার্ড সমস্যা কাটিয়ে বেঙ্গালুরুর প্রথম এগারোয় ফেরেন এরিক পাত্রালু। খেলার শুরুতেই লাল-হলুদের নারায়ণ দাসের জোরালো শট রুখে দেন গুরপ্রীত। ১৫ মিনিটে গোলের সুযোগ পেয়ে গিয়েছিল বেঙ্গালুরু এফসিও। তবে ২০ মিনিটে লাল-হলুদকে এগিয়ে দেন মাত্তি স্টেইনম্যান। অঙ্কিত মুখোপাধ্যায়ের ক্রস থেকে বল ধরেন নারায়ণ দাস। সেখান থেকে মাইনাস করলে ঠাণ্ডা মাথায় ডান পায়ের সাইড ফুটকে ব্যবহার করে বল জালে জড়ান জার্মান মিডিও (১-০)।
Guardian in goal for @sc_eastbengal ??#BFCSCEB #HeroISL #LetsFootball pic.twitter.com/AkJvAyt4ny
— Indian Super League (@IndSuperLeague) January 9, 2021
২৬ মিনিটে ব্যবধান ২-০ করার সুযোগ চলে এসেছিল এসসি ইস্টবেঙ্গলের কাছে। অঙ্কিতের মাইনাস থেকে বল পেয়ে গেলেও তা গোলে রাখতে পারেননি নারায়ণ দাস। ২ মিনিট বাদে ব্রাইটের ঠিকানা লেখা বল ধরতে ব্যর্থ হন হরমনপ্রীত। ৩৩ মিনিটে এরিক পাত্রালুর জোরালো শট বাঁচান দেবজিত মজুমদার।
STAT: This was our 11th meeting with @bengalurufc across all competitions – 8 in @ILeagueOfficial, one each in the Fed Cup and the Super Cup and one in @IndSuperLeague. We lead the HTH 7-4 now! No wonder we enjoy this rivalry so much. Well played, Blues! ?#BFCSCEB #HeroISL
— SC East Bengal (@sc_eastbengal) January 9, 2021
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই লাল-হলুদ বক্সে আক্রমণের ঝড় তোলে বেঙ্গালুরু এফসি। অপসেঠকে মাঠে নামিয়ে আক্রমণে জোর বাড়ান নৌশাদ মুসা। ৪৮ মিনিটে সুনীল ছেত্রীর জোরালো শট দেবজিৎ বাঁচালে তা পোস্টে লেগে বাইরে যায়। ৫৯ মিনিটে ফের সুনীলের শট তালুবন্দি করেন লাল-হলুদ গোলরক্ষক। একমিনিট বাদে রাজু গায়কোয়াড়ের ভুলে গোল করার মতো জায়গায় চলে গিয়েছিলেন অপসেঠ। ৬২ মিনিটে সুনীল ছেত্রীর বাঁ-পায়ের জোরালো শট ফের বাঁচিয়ে দেন দেবজিত মজুমদার। বেঙ্গালুরুর এফসির একের পর এক আক্রমণে তখন দিশেহারা দেখায় ফক্স-নেভিলদের। তিন কাঠির নীচে দেবজিতের সৌজন্যে বেঁচে যায় ফাউলারের দল। মোহনবাগানের জার্সিতে ‘সেভজিত’ হয়েছিলেন। লাল-হলুদ জার্সিতেও সেই ধারা বজায় রেখেছেন টুনি।
আরও পড়ুন:এটিকে মোহনবাগান বনাম মুম্বই, সোমবার আইএসএলের মেগা ম্যাচ
৭২ মিনিটে বল বাইরে মারেন হরমনপ্রীত সিং। তবে গোয়া ম্যাচের নায়ক ব্রাইট এনোবাখারে এ দিন দুটো সহজ সুযোগ পেলেও তা নষ্ট করেন। ৭৮ মিনিটে বেঙ্গালুরুর রক্ষণের ভুলে বল পেয়ে যান ব্রাইট। তবে নাইজেরিয়ান স্ট্রাইকারের শট রুখে দেন গুরপ্রীত। চার মিনিট বাদে দিনের সহজ সুযোগ নষ্ট করেন ব্রাইট। প্রতি আক্রমণে বল পেয়ে যান ব্রাইট। গতিতে বিএফসির স্টপারকে পরাস্ত করলেও গুরপ্রীতের সামনে এসে তাঁকে কাটাতে গিয়েই গোল নষ্ট করেন নাইজেরিয়ান স্ট্রাইকার।
আইএসএলে টানা ৪টি ম্যাচ হারল বেঙ্গালুরু এফসি। অন্যদিকে ১০ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের ৯ নম্বরেই থাকল এসসি ইস্টবেঙ্গল। এক সপ্তাহের মধ্যে টানা ৩টি ম্যাচ খেলে ফেলল ফাউলারের দল। তবে ৩টি ম্যাচের মধ্যে ২টিতে জয় আর ১টিতে ড্র। নতুন বছরের শুরুটা ভালোই করেছে মশাল বাহিনী। স্টেইনম্যানদের খেলা দেখে বোঝাই যাচ্ছে মশালে বারুদ জমতে শুরু করে দিয়েছে।