ফের বেঙ্গালুরু এফসিতেই সুনীল ছেত্রী
আজ, রবিবার বেঙ্গালুরু এফসির সঙ্গে আরও দু'বছর থাকার চুক্তিতে সই করলেন সুনীল ছেত্রী। এই নিয়ে ৮ বছর একই ক্লাবের হয়ে খেলছেন ছেত্রী।
নয়াদিল্লি: বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আজ, রবিবার বেঙ্গালুরু এফসির সঙ্গে আরও দু’বছর থাকার চুক্তিতে সই করলেন সুনীল ছেত্রী। এই নিয়ে ৮ বছর একই ক্লাবের হয়ে খেলছেন ছেত্রী। ব্যাঙ্গালোর তাঁকে ঘরের ছেলে যেমন বানিয়ে নিয়েছে, সুনীলও সেটা মেনে নিয়েছেন। সুনীলের বয়স এখন ৩৬। আরও দু’বছর বেঙ্গালুরুর হয়ে খেলা মানে, কেরিয়ারের শেষেও তিনি তাঁর প্রিয় ক্লাবের হয়েই খেলবেন, এমনটাই বলছে বিশেষজ্ঞমহল।
This is his home. We're all just living in it. #Chhetri2023 pic.twitter.com/wnfVhrunlD
— Bengaluru FC (@bengalurufc) June 20, 2021
বেঙ্গালুরুতে চুক্তি বাড়ানোর পর ছেত্রী বলেন, “বেঙ্গালুরু এফসিতে আরও দু’বছর স্বাক্ষর করে আমি সত্যিই খুশি। শহরটি এখন বাড়ি, এবং এই ক্লাবের লোকেরা আমার পরিবারের মতো। আমার তো মনে হচ্ছে যে আমি গতকালই এখানে প্রথমবারের মতো স্বাক্ষর করেছি, এবং আমি বলতে বাধ্য যে এই সফরটা আমার কাছে বিশেষ। আমি এই ক্লাবটিকে, সমর্থকদের এবং শহরটাকে ভালবাসি। এই শহরের সঙ্গে একটা দৃঢ় বন্ধন রয়েছে এবং এই ক্লাবের পক্ষ থেকে আমি আরও অনেক দুর্দান্ত মুহুর্তের অংশ হওয়ার অপেক্ষায় রয়েছি।”
বেঙ্গালুরু এফসি ক্লাবের সিইও মন্দার তামহানে বলেন, “প্রথম দিন থেকেই সুনীল এই ক্লাবের অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা সবাই জানি যে, তিনি একজন প্লেয়ার হিসেবে দলে এসেছিলেন। কিন্তু নেতা হিসাবে তাঁর উপস্থিতি আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষত যুবসমাজের জন্য তিনি একজন আদর্শ। গত আট বছরে তিনি এই শহরটিকে নিজের বাড়িতে পরিণত করেছেন এবং আমরা সত্যিই আনন্দিত যে তিনি বেঙ্গালুরু এফসিতে তাঁর ভবিষ্যত কাটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।”
আরও পড়ুন: মেসিকে টপকেও নির্লিপ্ত সুনীল ছেত্রী