Lionel Messi : ইন্টার মায়ামিতে মেসির অভিষেক দেখতে চান? ১৬ লক্ষেরও বেশি টাকা দিতে হবে আপনাকে!
Inter Miami : আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিরুদ্ধে লিওনেল মেসির ইন্টার মায়ামি ডেবিউ হতে পারে।
কলকাতা: এখনও দলে যোগ দেননি, শুধুমাত্র ঘোষণা করেছেন। তাতেই ইন্টার মায়ামির (Inter Miami) টিকিটের দাম যেন আকাশ ছুঁয়েছে। একধাক্কায় মায়ামির ম্যাচের টিকিটের দাম বেড়ে গিয়েছে কয়েকগুণ। আর মেসির (Lionel Messi) সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম যেন আকাশছোঁয়া। মেসির ডেবিউ ম্যাচের টিকিট এখন ১৪০০ গুণ বেশি দাম দিয়ে কিনতে হবে। টিকিটের চাহিদা তুঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে মেসির খেলা প্রথম ম্যাচ সবাই দেখতে চান। যে কারণে টিকিটের চাহিদা তুঙ্গে। মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি কবে নাগাদ মাঠে নামতে তা এখনও নিশ্চিত নয়। কার বিরুদ্ধে খেলবেন সেটাও জানা নেই। আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিরুদ্ধে মেজর লিগ সকারে তাঁর ডেবিউয়ের সম্ভাবনা। খবর ছড়াতেই টিকিটের দাম বেড়েছে চড়চড় করে। দাম দেখে চোখে জল আসার উপক্রম ফুটবলপ্রেমীদের। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
২১ জুলাইয়ের সবচেয়ে কমদামের টিকিটের দাম বেড়ে গিয়েছে ১০৩৪ শতাংশ। একটি টিকিট বিক্রি হচ্ছে ৩০০ ডলারে। ভারতীয় মুদ্রায় ২৯ হাজারের কাছাকাছি। চলতি সপ্তাহের শুরুতেই ইন্টার মায়ামির টিকিটের দাম ৮১০ ডলার থেকে বেড়ে হয়েছে ৮১০ ডলার থেকে বেড়ে হয়েছে ২০, ৭০১ ডলার। অর্থাৎ মেসির এমএলএস ডেবিউ দেখতে হলে ভারতীয় মুদ্রায় ১৬ লাখেরও বেশি টাকা খরচ করতে হবে! মেজর লিগ সকারের টিম শার্লট এফসি জানিয়েছে, মেসির ঘোষণার তিন ঘণ্টার মধ্যেই মায়ামির বিরুদ্ধে তাদের হোম ম্যাচের ১০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আটলান্টা ইউনাইটেডের এই লিগে গড় উপস্থিতি (৪৬,০৯৭)। তারাই প্রথম স্থানে রয়েছে। ইন্টার মায়ামির বিরুদ্ধে ম্যাচে তাদের ৭১,০০০ আসনের মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের পুরোটাই ভরে যাবে বলে আশা।
গুগলে এই মুহূর্তে ইন্টার মায়ামি টিকিট এবং ইন্টার মায়ামি সিজন টিকিটের লিখে সার্চ করার ধুম পড়েছে। গত পাঁচ বছরে ইন্টার মায়ামির টিকিট নিয়ে খোঁজ বেড়েছে ১৩,০৫৭ শতাংশ।