প্রয়াত ৮২ বিশ্বকাপের নায়ক পাওলো রোসি
১৯৮২ বিশ্বকাপে সোনার বুট ও সোনার বল জেতেন পাওলো রোসি।
View this post on Instagram
১৯৮২ সালে ইতালির বিশ্বকাপ জয়ী দলের প্রধান সদস্য। তাঁর জাদুতেই বিশ্বকাপের ট্রফি হাতে তুলে নিয়েছিল আজুরিরা। ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। আর সবকটি গোলও এসেছিল নকাআউট পর্বে। ব্রাজিলের বিরুদ্ধে তাঁর করা হ্যাটট্রিক হোক বা সেমিফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে করা জোড়া গোল। ফাইনালেও পশ্চিম জার্মানির বিরুদ্ধে স্কোরশিটে নিজের নাম তুলেছিলেন পাওলো। গোটা ৮২ বিশ্বকাপটাই ছিল সুদর্শন রোসির।
জাতীয় দলের পাশাপাশি ইতালির ক্লাব ফুটবলেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন রোসি। জুভেন্তাস ও এসি মিলানের হয়ে দীর্ঘ সময় খেলেছেন। ক্লাব কেরিয়ারে ৩৩৮ ম্যাচে করেছেন ১৩৪ গোল রোসি। দুটি সিরিএ, একটি ইউরোপিয়ান কাপ, একটি কোপা ইতালিয়া আছে রোসির নামের পাশে। জাতীয় দলের হয়ে রোসি খেলা শুরু করেছিলেন ১৯৭৭ সাল থেকে। প্রথম দিকে সাধারণ মানের ফুটবলার হিসেবেই পরিচয় ছিল তাঁর। কিন্তু ৮২ বিশ্বকাপে সব হিসেব বদলে দিলেন রোসি। এক সাধারণ স্ট্রাইকার হয়ে উঠলেন ইতালি ফুটবলের লেজেন্ড।
আরও পড়ুন – ভুল শুধরে জয়ে ফেরার চ্যালেঞ্জ হাবাসের দলের
বর্তমানে ইতালির সংবাদ মাধ্যমে ফুটবল বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন পাওলো রোসি। তবে বুধবার রাতের পর থেকে সবটাই ইতিহাস।