ভালসকিসকে আটকে প্রথম জয়ের খোঁজে লাল-হলুদ
আজকের ম্যাচেও খেলতে পারছেন না ড্যানি ফক্স। লাল-হলুদের প্রথম একাদশে বেশ কয়েকটা পরিবর্তনের সম্ভাবনা।
TV9 বাংলা ডিজিটাল: টানা ৩ ম্যাচে জয় নেই। গোলের মুখ এখনও খুলতে পারেনি লাল-হলুদ। উল্টে ৩ ম্যাচে ৭ গোল হজম করে বসে আছে ফাউলারের দল। এই অবস্থায় এসসি ইস্টবেঙ্গল শিবিরে ভালসকিস আতঙ্ক। সপ্তাহের শুরুতে একাই এটিকে মোহনবাগান ডিফেন্সকে তছনছ করে দিয়েছিলেন জামশেদপুরের এই স্ট্রাইকার। চলতি আইএসএলে ৫ গোল তার নামের পাশে। তিলক ময়দানে আজ দুরন্ত ফর্মে থাকা লিথুয়ানিয়ার স্ট্রাইকারকে আটকানোর চ্যালেঞ্জ ফাউলারের সামনে। জেজে-বলবন্তদের হেডস্যার ফাউলার অবশ্য বলছেন, “জামশেদপুরের স্ট্রাইকারের জন্য আমাদের স্ট্র্যাটেজি তৈরি।”
Tilak Maidan will witness an Eastern derby when we take on @JamshedpurFC in our 2nd ‘home’ fixture today.
তিলক ময়দানে হবে এক পূর্ব ভারতীয় ডার্বি, যখন আমরা আমরা মুখোমুখি হব জামশেদপুর এফসি-র, সন্ধ্যে ৭.৩০ টা থেকে। #SCEBJFC #ChhilamAchiThakbo #JoyEastBengal #WeAreSCEB pic.twitter.com/oRkrxqkDV1
— SC East Bengal (@sc_eastbengal) December 10, 2020
আইএসএলের শুরুটা ভাল হয়নি লাল-হলুদের। টানা তিনটে হার মাথায় নিয়ে আজ জামশেদপুরের বিরুদ্ধে নামছে লাল-হলুদ। যারা আগেই ম্যাচেই হারিয়ে হাবাসের দলকে। তাদের নামের পাশে কোনও পয়েন্ট না থাকলেও ফাউলার বলছেন, “পারফরম্যান্সের দিক থেকে তার দল মোটেই খারাপ খেলেনি। তবে কাঙ্খিত ফলাফল আসেনি।’
আরও পড়ুন:প্রয়াত ৮২ বিশ্বকাপের নায়ক পাওলো রোসি
গোলের সুযোগ তৈরি করেও,গোল আসছে না। কাঠগড়ায় স্ট্রাইকাররা। ফর্মের ধারে কাছেও নেই জেজে -বলবন্ত। তবে স্ট্রাইকারদের পাশেই দাঁড়াচ্ছেন ৪৫ বছর বয়সী ফাউলার। লিভারপুলের প্রাক্তন তারকার বক্তব্য, “শুধু স্ট্রাইকাররাই নন,অন্যদেরও গোলের জন্য ঝাঁপাতে হবে। তাছাড়া গোলের সুযোগ তৈরি না হলে চিন্তা থাকত। আমার দল গোলের যথেষ্ট সুযোগ তৈরি করছে।”
একটা গোল পুরো দলকে বদলে দিতে পারে। বিশ্বাস লাল-হলুদের হেডস্যারের। ইপিএলে খেলা অন্যতম সেরা স্ট্রাইকার বলছেন, “জামশেদপুরের বিরুদ্ধে দল প্রথমে গোল পেলে দেখা যাবে একেবারে অন্য ইস্টবেঙ্গলকে।” প্রিয় দলের ঘুরে দাঁড়ানোর আশাতেই বুক বাঁধছেন লাল-হলুদ সমর্থকরা।