নেইমারের হ্যাটট্রিক, এমবাপের জোড়া গোল, চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে পিএসজি
অসমাপ্ত ম্যাচ শেষ হল। কিন্তু বর্ণবিদ্বেষের যে কাদা এই ম্যাচের গায়ে লাগল, সেটা মোছার নয়। বুধবার রাতে দুই দলের ফুটবলাররা বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মাঠ নামেন।
TV9 বাংলা ডিজিটাল – খেলা হওয়ার কথা ছিল মঙ্গলবার রাতে। কিন্তু খেলা শুরুর ১৩ মিনিট পর, চতুর্থ রেফারির বর্ণবিদ্বেষী (racism) মন্তব্যের জন্য খেলা বন্ধ হয়ে যায়। বুধবার রাতে অসমাপ্ত ম্যাচ শেষ হল। প্রতিপক্ষ ইস্তানবুল বসাকসেহিরকে ৫-১ গোলে উড়িয়ে, চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) দ্বিতীয় পর্বে পৌঁছে গেল পিএসজি। হ্যাটট্রিক(hat-trick) করলেন নেইমার (Neymar)। জোড়া গোল এমবাপের(Mbappe)।
FULL-TIME: @PSG_English win 5⃣-1⃣
We finish top in Group H! #PSGIBFK
?? #ICICESTPARIS pic.twitter.com/zWydsrraN8
— Paris Saint-Germain (@PSG_English) December 9, 2020
খেলা শুরু আগে বর্ণবিদ্বেষ নিয়ে নেইমারদের প্রতিবাদ সবার মন ছুঁয়ে যায়। সে নো টু রেসিজম লেখা টি শার্ট পরে ওয়ার্ম আপ করে পিএসজি(PSG) ফুটবলাররা। এরপর সেন্টার সার্কেলে দুই দলের ফুটবলারার প্রতিবাদ জানালেন মঙ্গলবারের ঘটনার।
?? ?? ??????. ??? ?? ??????? ✊?✊?✊?✊?✊?#PSGIBFK pic.twitter.com/fc8y75kroV
— Paris Saint-Germain (@PSG_English) December 9, 2020
২১ মিনিট ও ৩৮ মিনিটে পরপর দুটি গোল করেন নেইমার। ৪২ মিনিটে গোল এমবাপের। চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এটা এমবাপের প্রথম গোল। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে হ্যাটট্রিক নেইমারের। এরপর ব্যবধান কমান ইস্তানবুলের টোপাল। ৬২ মিনিটে এমবাপের গোল পিএসজির জয় নিশ্চিত করে দেয়।
আরও পড়ুন – প্রয়াত ৮২ বিশ্বকাপের নায়ক পাওলো রোসি
পিএসজির এই বড় জয়ের ফলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বিদায় নিল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে। অন্যদিকে গ্রুপ এইচের শীর্ষে থেকেই পরের পর্বে গেল প্যারিস সাঁ জাঁ। দ্বিতীয় হয়ে রাউন্ড অব সিক্সটিনে জার্মান ক্লাব লিপজিগ।