বেঞ্জেমার জোড়া গোলে নক আউটে রিয়াল, বিদায় ইন্টার মিলানের
বড় কোনও চমক ছাড়াই শেষ হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা। প্রায় সব বড় দলই জায়াগ করে নিল নক আউট পর্বে। শুধু মাত্র গ্রুপ পর্ব থেকে বিদায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের।
TV9 বাংলা ডিজিটাল – খাদের কিনারা থেকে ঘুড়ে দাঁড়াল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমার(Karim Benzema) জোড়া গোলে ভর করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) দ্বিতীয় রাউন্ডে জিদানের (Zidane) দল। বেঞ্জেমার জোড়া গোল যেমন রিয়ালের মান বাঁচাল তেমনই, চাকরি নিয়ে কিছুটা স্বস্তি দিল কোচ জিদানকে। এই নিয়ে টানা ২৪ বছর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে গেল রিয়াল মাদ্রিদ।
?? TEAM ?? of the group!#HalaMadrid | #RMUCL pic.twitter.com/GB50vaDKzG
— Real Madrid C.F. ???? (@realmadriden) December 9, 2020
বোরুসিয়া মনচেনগ্ল্যাডব্যাচের বিরুদ্ধে প্রথমার্ধেই দুটি গোল করেন বেঞ্জেমা। রিয়ালের কাছে হারলেও গ্রুপে দ্বিতীয় দল হিসেবে নক আউট পর্বে পৌঁছে গেল জার্মান ক্লাবটি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ইন্টার মিলান।
? 2020/21 round of 16 confirmed!
? Favourites?#UCL pic.twitter.com/bV1t3dKedY
— UEFA Champions League (@ChampionsLeague) December 9, 2020
আরও পড়ুন – নেইমারের হ্যাটট্রিক, এমবাপের জোড়া গোল, চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে পিএসজি
চ্যাম্পিয়ন লিগে বুধবারই ছিল গ্রুপ পর্বের খেলার শেষ দিন। মার্সেইকে ৩-০ গোলে হারাল গুয়ার্দিওলার ম্যান সিটি। তবে এটা তাদের কাছে ছিল নিয়ম রক্ষার ম্যাচ। আগেই নক আউটের টিকিট পাকা করেছে তারা। বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারাল লোকোমোটিভ মস্কোকে। অ্যাওয়ে ম্যাচে স্লাজবার্গকে ২-০ গোলে হারাল অ্যাটলেটিকো। যদিও গ্রুপ পর্বের শেষে ম্যাচে ড্র করল গতবারের চ্যাম্পিয়ন, লিভারপুল।