“NO TO RACISM” টি শার্টে অভিনব প্রতিবাদ নেইমারদের
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) পিএসজি -ইস্তানবুল বসাকসেহির ম্যাচ বর্তমান ফুটবলের একটা কালো ম্যাচ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ম্যাচের চতুর্থ রেফারি ইস্তানবুল বসাকসেহিরের সহকারি কোচের উদ্দেশ্যে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেন। যার প্রতিবাদে মাঠ থেকে বেরিয়ে যান ফুটবলাররা। বন্ধ হয়ে যায় ম্যাচ। বুধবার রাতে স্থগিত হয়ে যাওয়া ম্যাচ ফের খেলা হয়। আর এই ম্যাচে বর্ণ বৈষম্যের প্রতিবাদ জানানোর কোনও সুযোগ ছাড়েননি ফুটবলাররা।
Most Read Stories