স্মরণে কিংবদন্তি পাওলো রোসি

ফুটবলে আবার নক্ষত্র পতন। প্রয়াত ৮২ বিশ্বকাপের নায়ক পাওলো রোসি (Paolo Rossi)। পাওলো রোসির প্রয়াণে ফুটবল বিশ্বে শোকের ছায়া। জাতীয় দলের পাশাপাশি ইতালির ক্লাব ফুটবলেও দীর্ঘ সময় খেলেছেন তিনি।

| Edited By: | Updated on: Dec 10, 2020 | 5:42 PM
১৯৮২ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন পাওলো রোসি (Paolo Rossi)।

১৯৮২ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন পাওলো রোসি (Paolo Rossi)।

1 / 5
পাওলো রোসি তাঁর ক্লাব কেরিয়ারে ৩৩৮ ম্যাচে ১৩৪ গোল করেছেন।

পাওলো রোসি তাঁর ক্লাব কেরিয়ারে ৩৩৮ ম্যাচে ১৩৪ গোল করেছেন।

2 / 5
১৯৮২ বিশ্বকাপে সোনার বুট ও সোনার বল জেতেন পাওলো রোসি।

১৯৮২ বিশ্বকাপে সোনার বুট ও সোনার বল জেতেন পাওলো রোসি।

3 / 5
১৯৮২ বিশ্বকাপে নকআউট পর্বেই ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন কিংবদন্তি এই স্ট্রাইকার।

১৯৮২ বিশ্বকাপে নকআউট পর্বেই ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন কিংবদন্তি এই স্ট্রাইকার।

4 / 5
বিশ্বকাপ জয়ের পাশাপাশি ১৯৮২ সালে ব্যালন ডি অরও জেতেন পাওলো রোসি। (ছবি-টুইটার)

বিশ্বকাপ জয়ের পাশাপাশি ১৯৮২ সালে ব্যালন ডি অরও জেতেন পাওলো রোসি। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: