জয় অধরাই, তবে আইএসএলে প্রথম পয়েন্ট এসসি ইস্টবেঙ্গলের

আইএসএলে প্রথম পয়েন্ট পেল এসসি ইস্টবেঙ্গল। ৪ ম্যাচের মধ্যে প্রথমবার গোল হজম করল না ফাউলারের দল। ২৫ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় লিংডোকে।

জয় অধরাই, তবে আইএসএলে প্রথম পয়েন্ট এসসি ইস্টবেঙ্গলের
আইএসএলে প্রথম পয়েন্ট এসসি ইস্টবেঙ্গলের। ছবি-আইএসএল।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2020 | 9:57 PM

গোয়াঃ  জয় কিভাবে আসবে আর কোন পথে আসবে, সেই পাসওয়ার্ড বৃহস্পতিবারও পেলেন না এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal)’হাইপ্রোফাইল’ কোচ রবি ফাউলার (Robbie Fowler)। দল নামিয়েছিলেন একগুচ্ছ পরিবর্তন করে। কারন সেই জয়ের খোঁজ। ইস্টবেঙ্গল এখন জয় নামক গুপ্তধনের সন্ধানে। তবে বৃহস্পতিবারও পিলকিংংটন,মাগোমারা জয়ের মুখ দেখতে পেলেন না। মোহনবাগানকে হারানোর পর এবার ইস্টবেঙ্গলকে আটকে দাপট বজায় রাখল জামশেদপুর এফসি  ( Jamshedpur Fc)।

এদিন শুরু থেকেই জামশেদপুর এফসি ছিল চেনা ছন্দে। আর প্রথম একাদশে একঝাঁক পরিবর্তন করা ইস্টবেঙ্গল শুরু থেকেই ব্যস্ত ছিল প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে। প্রথমার্ধের ম্যাচ যত গড়াতে থাকে, ততই ছন্দ একটু একটু করে পেতে থাকে লাল হলুদ ব্রিগেড।  ছন্দ খুঁজে পাওয়ার সময়ই বিপত্তি। ম্যাচের ২১ মিনিটে  জামশেদপুর এফসি-র লালডিনলিয়ানাকে পেছন থেকে ট্যাকল করতে গিয়ে হলুদ কার্ড দেখেন ইউজেনসন লিংডো। মাত্র ৪ মিনিটের ব্যবধানে জামশেদপুর এফসির মিডিও আলেকজান্দ্রা লিমাকে ফের ট্যাকল করতে গিয়ে ইস্টবেঙ্গলের বিপদ বাড়ান সেই লিংডোই। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় লিংডোকে। তবে  ফুটবল বিশেষজ্ঞদের অনেকেরই মতে, দ্বিতীয়বার ট্যাকল অবৈধ ছিল না লিংডোর। রেফারির দ্বিতীয় হলুদ দেখানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তনীরা।

২৫ মিনিটে ১০ জনের ইস্টবেঙ্গলকে পেয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে থাকে ‘মাইনার্স’-রা। তবে ইস্টবেঙ্গলের জালে বল জড়াতে ব্যর্থ হয় জামশেেদপুর এফসি। দ্বিতীয়ার্ধে ফের ইস্টবেঙ্গল শিবিরে ধাক্কা। এদিন প্রথম সুযোগ পেয়েই নজরকাড়া এসসি ইস্টবেঙ্গল গোলকিপার শঙ্কর রায় ম্যাচের ৬১ মিনিটে  চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান। পরিবর্ত হিসেবে মাঠে নামেন দেবজিৎ মজুমদার।

আরও পড়ুন:শীর্ষে থেকেই বছর শেষ বিরাটের, দ্বিতীয় রোহিত

এদিন অবশ্য ১০ জনে খেলা ইস্টবেঙ্গলকে পেয়েও ভাল্সকিসরা সুযোগ কাজে লাগাতে পারেনি গোটা ম্যাচে। বলা ভাল, দ্বিতীয়ার্ধে জামশেদপুর এফসির সঙ্গে আক্রমণ-প্রতি আক্রমণে সমানে সমানে টক্কর দিয়েছে ফাউলার-ব্রিগেড। স্কট নেভিল-নারায়ণ দাসদের ভিড়ে এদিন ডিফেন্সে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়েছিলেন মহম্মদ ইরশাদ। কেরালার এই ডিফেন্ডারের বৃহস্পতিবারের পারফরম্যান্স ছিল নজরকাড়া। আই লিগে গোকুলাম এফসির প্রাক্তন ফুটবলার এদিন লাল হলুদ ডিফেন্সে হয়ে উঠেছিলেন ভরসার অন্য নাম।

বৃহস্পতিবার জয়ের মুখ না দেখলেও, আইএসএলে (ISL)প্রথম পয়েন্টের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল। হারের হ্যাটট্রিকের পর প্রথম ড্র করে ইস্টবেঙ্গলের ক্ষোভ থাকছেই রেফারিং নিয়ে।