IND vs NZ: ক্রমতালিকায় পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের কাছে হার, বিশ্বকাপে ইতি ভারতের

Men's Hockey World Cup 2023, India vs New Zealand: ভারতের রক্ষণ ভাগ নিয়ে গর্ব করেছিলেন কোচ গ্রাহম রিড। ৩-১ গোলের লিড অবশ্য ধরে রাখতে পারেনি ভারত। পেনাল্টি শুটআউটে গড়ায় ম্যাচ। এ বারের মতো বিশ্বকাপে বিদায়।

IND vs NZ: ক্রমতালিকায় পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের কাছে হার, বিশ্বকাপে ইতি ভারতের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2023 | 11:49 PM

ভুবনেশ্বর : কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ভারত। হকি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রসওভারের ম্যাচে নেমেছিল ভারত। জিতলে তবেই কোয়ার্টার ফাইনাল। কয়েক মাস আগেই এফআইএইচ প্রো লিগে নিউজিল্যান্ডকে দু-বার হারিয়েছিল ভারত। যদিও বিশ্বকাপে ম্যাচে চমক দিল নিউজিল্যান্ড। ক্রমতালিকায় পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের কাছে পেনাল্টি শুট আউটে হেরে বিশ্বকাপে বিদায় ভারতের। অথচ একটা সময় ম্যাচে ৩-১ এগিয়ে ছিল ভারতীয় হকি দল। সেখান থেকে ম্যাচ পেনাল্টি শুটআউটে গড়াতে পারে সেই ধারনাই যেন আসেনি। ভারতের রক্ষণ ভাগ নিয়ে গর্ব করেছিলেন কোচ গ্রাহাম রিড। ৩-১ গোলের লিড অবশ্য ধরে রাখতে পারেনি ভারত। পেনাল্টি শুটআউটে গড়ায় ম্যাচ। এ বারের মতো বিশ্বকাপে বিদায়। ঘরের মাঠে এক রাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল। বিস্তারিত TV9Bangla-য়।

ম্যাচের আগে ভারতীয় দলের কোচ গ্রাহাম রিড জানিয়েছিলেন, এই ম্যাচে তাঁরাই চাপে থাকবেন, নিউজিল্য়ান্ডের কিছু হারানোর নেই। ঘরের মাঠে প্রায় ১৫ হাজার সমর্থকের সামনে শুরুটা মন্দ হয়নি ভারতের। একটা সময় অবধি মনে হচ্ছিল, কোয়ার্টার ফাইনাল আর ভারতের মাঝে সময়ের অপেক্ষা। ৩-১ গোলের লিড ছিল ভারতের কাছে। সেখান থেকে স্কোর লাইন ৩-৩ হতেই অস্বস্তি বাড়ে। ১৯৭৫ সালে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ঘরের মাঠে দীর্ঘ ৪৮ বছরের অপেক্ষার অবসানের প্রত্যাশা ছিল। চোটের কারণে হার্দিক সিং ছিটকে যাওয়ায় চাপ বেড়েছিল ভারতের। তবে তাঁর পরিবর্তে নামা রাজ কুমার পাল ভালো পারফর্ম করেছেন।

নির্ধারিত সময়ে ৩-৩ হওয়ার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেও প্রথম পাঁচ সেটে ম্যাচের ফল হয়নি। অবশেষে সাডেন ডেথে ভারতের হার ৪-৫ ব্য়বধানে। অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের কাছে সোনালি সুযোগ ছিল সাডেন ডেথে জয় নিশ্চিত করার। যদিও লক্ষ্যভেদ করতে পারেননি অধিনায়ক। ভারতের অভিজ্ঞ গোলরক্ষক পিআর শ্রীজেশ দুটি সেভ করে ভারতকে আশার আলো দেখিয়েছিলেন। ম্যাচে সব মিলিয়ে ১১টি পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। যদিও সেখান থেকে মাত্র দুটি গোল করতে পেরেছে ভারত। একঝাঁক গোলের সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের অভাবেই ভুগল ভারত।