হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার পাশাপাশি অলিম্পিকের টিকিট পাকা করলেন ভবানী দেবী।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে অলিম্পিকের দুটি কোটা ছিল। তারই একটি দখল করলেন ভবানী।
সাইতে অনুশীলন করে সাফল্য পেলেন ২৭ বছরের ভারতীয় ফেন্সার।
ইতিহাস তৈরি করা ভবানীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু।
আট বার জাতীয় চ্যাম্পিয়ন হলেও রিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি, এবার এল সাফল্য। (সৌজন্যে-ভবানী দেবী টুইটার)