Hockey Derby: হকির রিপ্লে ডার্বিতে জিতল মোহনবাগান, সুপার সিক্সের বড় ম্যাচ ১৯ মার্চ

Hockey Match: সুপার সিক্সে আগেই উঠে গিয়েছিল দুই টিম। সেই অনুযায়ী ১৯ মার্চ অর্থাৎ ১০ দিন পর আবার হকির ডার্বিতে মুখোমুখি দুই প্রধান। সুপার সিক্সে দুই প্রধানের পাশাপাশি উঠেছে পঞ্জাব স্পোর্টস, ইস্টার্ন রেলওয়ে, বিএনআর ও পুলিশ এসি।

Hockey Derby: হকির রিপ্লে ডার্বিতে জিতল মোহনবাগান, সুপার সিক্সের বড় ম্যাচ ১৯ মার্চ
Image Credit source: OWN Photograph
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2023 | 9:20 PM

কলকাতা: রক্তাক্ত সেই ডার্বি ম্যাচ স্মৃতিতে এখনও তাজা। ১৯ ফেব্রুয়ারির সেই ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে রণক্ষেত্র হয়ে উঠেছিল মাঠ। দুই টিমের সমর্থকরা জড়িয়ে পড়েছিলেন ঝামেলায়। যার জেরে মাথা ফেটেছিল সাংবাদিকদের। কলকাতা হকি লিগের প্রথম ডিভিশনের এ গ্রুপের ডার্বি ম্যাচ আম্পায়ার বন্ধ করে দিয়েছিলেন। সেই ম্যাচের বাকি তিরিশ মিনিট হল বৃহস্পতিবার। মোহনবাগান আগের ম্যাচে নীতিশ নিউপেনের গোলে প্রথম অর্ধে এগিয়েছিল ১-০। এ দিন ২-১ জিতল সবুজ-মেরুন। ইস্টবেঙ্গল অবশ্য গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। তাতেও রুখতে পারেনি বাগানকে। ২২ বছর পর কলকাতা হকি লিগের প্রথম ডার্বিতে জয়ের স্বাদ পেল মোহনবাগানই। সবুজ-মেরুনের হয়ে গোল রাজুন কান্দুলনার। ইস্টবেঙ্গলের গোল করেন মাইকেল টোপনো। বিস্তারিত TV9Bangla-য়।

এই ডার্বিতে মোগনবাগান জেতার ফলে লিগ টেবলের ছবি অবশ্য পাল্টাল না। সুপার সিক্সে আগেই উঠে গিয়েছিল দুই টিম। সেই অনুযায়ী ১৯ মার্চ অর্থাৎ ১০ দিন পর আবার হকির ডার্বিতে মুখোমুখি দুই প্রধান। সুপার সিক্সে দুই প্রধানের পাশাপাশি উঠেছে পঞ্জাব স্পোর্টস, ইস্টার্ন রেলওয়ে, বিএনআর ও পুলিশ এসি। শুক্রবার শুরু হয়ে যাচ্ছে সুপার সিক্সের ম্যাচ। মোহনবাগান মাঠে সাড়ে ৩টে থেকে খেলা পঞ্জাব স্পোর্টস-ইস্টার্ন রেলের। বিকেল ৫টা থেকে মোহনবাগানের খেলা বিএনআরের বিরুদ্ধে। ১৯ মার্চ সুপার শেষ ম্যাচে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ সাড়ে ৩টে থেকে।

আগের ডার্বির প্রথমার্ধের পর ম্যাচ স্থগিত করা হলেও এ দিন অবশ্য কোনও ঝামেলা হয়নি। রাজ্য হকি সংস্থার কর্তারা তার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। এই ডার্বির দ্বিতীয়ার্ধ হয়েছে ফাঁকা মাঠে। যাতে সমর্থকরা আবার হামলা না চালাতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে সুপার সিক্সের ডার্বি কী ভাবে আয়োজন করা হবে, তা এখনও ঠিক করেননি হকি সংস্থার কর্তারা। পুলিশি প্রহরার ব্যবস্থা রাখা হবে। যাতে অপ্রীতিকর কোনও পরিস্থিতির মুখে না পড়তে হয়। দীর্ঘদিন পর আবার কলকাতা হকি লিগে ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো দুটো টিম খেলছে। তাতে হকির উন্মাদনা যে খানিকটা হলেও ফিরেছে, সন্দেহ নেই। কিন্তু তার সঙ্গে দুই প্রধানের সমর্থক হামলার মতো পরিচিত ছবিও ফিরেছে। তাই সুপার সিক্সের ডার্বি কতটা শক্ত হাতে সামলাতে পারে বেঙ্গল হকি সংস্থা, তার উপর নির্ভর করছে অনেক কিছু।