ধোনি নন, হেলিকপ্টার শটের স্রষ্টা আজহার
আধুনিক ক্রিকেটে (Cricket) হেলিকপ্টার শট (helicopter shot) অত্যন্ত জনপ্রিয়। মহেন্দ্র সিং ধোনির স্পেশালিস্ট শট বিখ্যাত হয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়ায়।
কলকাতা: হেলিকপ্টার শটের (helicopter shot) আবিষ্কারক কে? উত্তরটা মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) হলে, আপনি একদমই ভুল করবেন। হেলিকপ্টার শটের স্রষ্ঠা ভারতেরই অপর প্রাক্তন অধিনায়ক। তিনি মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। টুইটারে একটি পুরনো ভিডিয়ো শেয়ার করেছেন ক্রিকেটপ্রেমীরা। সেই ভিডিয়োয় দেখা যায়, লান্স ক্লুজনারের ইয়র্কার হেলিকপ্টার শটে বাউন্ডারিতে পাঠালেন আজহারউদ্দিন। রীতিমতো ভাইরাল সেই ভিডিয়ো।
Classic Azhar pic.twitter.com/DeRJjfQlzl
— Stone Cold (@StoneCo06301258) May 15, 2021
১৯৯৬ সালে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে হেলিকপ্টার শট মারেন আজহারউদ্দিন। ক্লুজনারের ওই ওভারে ৫টা চার মারেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তার মধ্যে একটা হেলিকপ্টার শট। সেই ইনিংসে ৭৪ বলে সেঞ্চুরি করেছিলেন আজহার। যদিও দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে জিতে যায় ম্যাচটা।
আধুনিক ক্রিকেটে হেলিকপ্টার শট অত্যন্ত জনপ্রিয়। মহেন্দ্র সিং ধোনির স্পেশালিস্ট শট বিখ্যাত হয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়ায়। বিশ্বকাপ ফাইনালেও হেলিকপ্টার শট মারেন মাহি। সেটাকে নকল করলেও সফল হননি কেউই। তবে ক্রিকেট মহলে হেলিকপ্টার শটকে ধোনির স্রষ্টা বললেও, সেই শটের আবিষ্কারক ছিলেন মহম্মদ আজহারউদ্দিন।
আরও পড়ুন: রাতের পর রাত জেগে কাটিয়েছি, কারণ খোলসা করলেন সচিন